#কলকাতা: ভোট পর্ব মিটিয়ে সবে বাড়ি ফিরেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ব্যারাকপুরে রাজ, ঘাসফুল ফোটাতে সক্ষম হন কিনা সে দিকেই এখন তাকিয়ে রাজনীতি থেকে বিনোদন দুনিয়া । তাই ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনতে মরিয়া রাজ ভোটর আগে থেকেই ঘাঁটি গেড়েছিলেন সেখানে । সদ্যই ভোট পর্ব মিটিয়ে বাড়ি ফিরেছেন তিনি ।
এ দিকে স্ত্রী শুভশ্রী বাড়িতে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন । ফলে ৭ মাসের ছোট্ট ইউভানকে মা’কে ছাড়াই থাকতে হচ্ছে । তবে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইউভান সম্পূর্ণ সুস্থ আছে । ইতিমধ্যেই ভোট পর্ব মিটিয়ে বাড়ি ফিরেছেন রাজ । স্বামী বাড়ি ফেরায় শুভশ্রী অনেকটাই নিশ্চিন্ত এখন । রাজও অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি । বাবার সঙ্গে চুটিয়ে খেলা করে ইউভানও দারুণ আহ্লাদিত ।
View this post on Instagram
বাবা আর ছেলের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । তাতে দেখা যাচ্ছে, খুদের সঙ্গে জমিয়ে মজা করছেন রাজ । তাকে অত্যাচারে জর্জরিত করে তুলেছেন পরিচালক । ছেলের গালে নিজের গাল ঘষে দিচ্ছেন । বিছানায় শুয়ে শুয়ে তাতে দারুণ মজা পাচ্ছেন ইউভান । সেই ভিডিওটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty, Subhashree Ganguly, Yuvaan Chakraborty