রাজের ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিলেন শুভশ্রী! পার্টিতে সকলের সামনেই ঘনিষ্ঠ তারকা দম্পতি

Last Updated:

পার্টিতে গানের তালে তালে ঘনিষ্ঠ রাজ-শুভশ্রী । একে অপরের ঠোঁটে ডুবিয়ে দিলেন ঠোঁট ।

#কলকাতা: রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় । পরিচালক আর নায়িকার এই জুটি টলিপাড়ার হট ফেভারিট । ভক্তরা যেন তাঁদের চোখে হারান । ভালবেসে ফ্যানরা আবার তাঁদের নাম দিয়েছেন রাজশ্রী । এই লভ বার্ডসদের নিয়ে সবসময়ই উন্মাদনার পারদ থাকে ঊর্ধ্বমূখী । তাঁরা কখন কী করছেন, কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন...সবকিছু নিয়েই মানুষের কৌতূহল । রাজ-শুভশ্রীও অবশ্য এই ব্যাপারটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন । তাই দু’জনেই সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ । নিজেদের জীবনের অনেক মুহূর্ত, অনেক কথাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তাঁরা ।
সম্প্রতি তাঁদের জীবনে নতুন পথচলা শুরু হয়েছে । তাঁদের জীবনে এসেছে ছোট্ট ইউভান । ছেলে ইউভানের সঙ্গেই এখন দিব্যি হেসেখেলে সময় কাটছে তাঁদের । জন্মে থেকেই ইউভান সেলেব তকমা পেয়ে গিয়েছে । সে এখন আকর্ষণের নয়া বিন্দু । তবে ইউভান এখন প্রায় মাস পাঁচেকের হয়েছে । তাই তাকে রেখেও কখনও-সখনও বাইরে বেরচ্ছেন সদ্য বাবা-মা । তাছাড়া এই করোনা আবহে ছোট ছেলেকে সবসময় বাড়ির বাইরে নিয়ে বেরনোও সঠিক নয় । তাই এ ব্যাপারে যথেষ্ট সাবধানী রাজ-শুভশ্রী ।
advertisement
ক্রিসমাস, নিউ ইয়ার ইভের সময়ও বন্ধুদের সঙ্গে দেদার পার্টি করেছেন রাজশ্রী । আর রাজ-শুভশ্রী যেখানেই থাকুন না কেন, সম্পূর্ণ লাইম লাইট গিয়ে পড়ে তাঁদেরই উপর । শুভশ্রী সখনও বেরিয়েছেন গার্লস ডে-আউটে, রাজ আবার নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন । আবার সম্প্রতি একই সঙ্গে পার্টিতে তুমুল নাচতেও দেখা গেল তাঁদের । আর কপোত-কপোতী একসঙ্গে থাকলে যে কিছু রোম্যান্টির মুহূর্ত তৈরি হবেই, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না ।
advertisement
advertisement
advertisement
এ বারেও ঠিক এমনটাই ঘটল । পার্টিতে গানের তালে তালে ঘনিষ্ঠ রাজ-শুভশ্রী । একে অপরের ঠোঁটে ডুবিয়ে দিলেন ঠোঁট । প্রেমে মাখামাখি হল গোটা পরিবেশ ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজের ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিলেন শুভশ্রী! পার্টিতে সকলের সামনেই ঘনিষ্ঠ তারকা দম্পতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement