ক্যামেরার সামনেই মিমি’র ঠোঁট কামড়ে ধরার চেষ্টা ওমের, লজ্জায় রাঙা হলেন নববধূ

Last Updated:

বিয়ের এক মাস কেটে গিয়েছে । কিন্তু দু’জনের প্রেম যেন আরও গভীর হয়েছে । আদর, খুনসুটি, ভালবাসায় রয়েছেন ওম-মিমি ।

#কলকাতা: ওম সাহানি আর মিমি দত্ত । টলিউডের সদ্য-বিবাহিত তারকা দম্পতি তাঁরা । সবেই বয়ের একমাস পূর্ণ হয়েছে । আর বিয়ের ঠিক পরপর এই সময়টা তো হনিমুন পিরিয়ড । একে অপরের সঙ্গ এখন চুটিয়ে উপভোগ করছেন নববিবাহিত এই তারকা দম্পতি ।
সিরিয়ালের সেটেই আলাপ । বহুদিনের প্রেম । আর তারপর অবশেষে বিয়ে । নতুন বছরের শুরুতেই তাঁরা সেরেছিলেন আইনি বিয়ে । আর তারপর ফেব্রুয়ারির শুরুতে বেজেছিল বিয়ের সানাই । ওম অবাঙালি হলেও সম্পূর্ণ বাঙালি মতে বিয়ে সেরেছিলেন ওম-মিমি । তবে তাঁদের বিয়েতে হয়নি কন্যা সম্প্রদান বা কনকাঞ্জলি । বিয়ে হয়েছিল বৈদিক মতে । শহরের নামকর মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক বিয়ে দিয়েছিলেন ওম-মিমির ।
advertisement
আইবুডো় ভাত, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের পর্ব ছিল জমজমাট । দুই তারকা একই সঙ্গে সেই সমস্ত অনুষ্ঠান সেলিব্রেট করেছেন । বিয়ের দিন টুকটুকে লাল বেনারসী আর সোনার গয়না সেজেছিলেন মিমি । তবে বৌভাতের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া । ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আর কাছের বন্ধুবান্ধবদের নিয়ে জমে উঠেছিল ছিমছাম রিসেপশন পর্ব ।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Mimi Dutta (@duttamimi007)

advertisement
এখন বিয়ের এক মাস কেটে গিয়েছে । কিন্তু দু’জনের প্রেম যেন আরও গভীর হয়েছে । আদর, খুনসুটি, ভালবাসায় রয়েছেন ওম-মিমি । আর তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল সম্প্রতি মিমির পোস্ট করা একটি ভিডিও থেকে । ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও করেছেন দম্পতি । ওই ভিডিওতে ক্যামেরার সানেই মিমি’র সঙ্গে লিপলক করতে গেলেন ওম । লজ্জায় মুখ সরিয়ে নিলেন মিমি । সেই ভিডিওটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যামেরার সামনেই মিমি’র ঠোঁট কামড়ে ধরার চেষ্টা ওমের, লজ্জায় রাঙা হলেন নববধূ
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement