Nusrat Jahan: ‘চরিত্রের দাগ যাবে তো?’ বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে নেটপাড়ায় কটাক্ষের শিকার নুসরত...

Last Updated:

Nusrat Jahan: সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন স্যুট করেছেন নুসরত। নিজের ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন সেই বিজ্ঞাপনের ভিডিও।

ফের কটাক্ষ নুসরতকে
ফের কটাক্ষ নুসরতকে
#কলকাতা: নুসরত জাহানের (Nusrat Jahan) সন্তানের বাবা কে? মাতৃত্বের স্বাদের সঙ্গেই নেটমাধ্যমে তুমুল ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই জল্পনা চলছিল নেটমাধ্যমজুড়ে। টলিপাড়াতেও উঠেছে গুঞ্জন। কিন্তু গুঞ্জন যেন কোনও কিছুতেই পিছু ছাড়ছে না এই টলি অভিনেত্রীর। ছেলের বাবার নাম প্রকাশ্যে আনার পরেও আবারও ট্রোলেড হলেন নুসরত। আর কিছু নয়, একটি নতুন বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে সমালোচনার কবলে পড়লেন অভিনেত্রী। কী আছে সেই বিজ্ঞাপনে?
ঘটনা হল সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন স্যুট করেছেন নুসরত  (Nusrat Jahan)। নিজের ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গতকাল রাতেই তিনি পোস্ট করলেন সেই বিজ্ঞাপনের ভিডিও। বিজ্ঞাপনটি একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের ভিডিও। গর্ভাবস্থায় থাকার সময় এই বিজ্ঞাপনের স্যুট করেছিলেন নুসরত (Nusrat Jahan)। সঙ্গে ছিলেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই নুসরতকে কটাক্ষ শুরু করে দেয় নেটিজেনদের একাংশ।
advertisement
advertisement
একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে তাঁর দিকে। প্রশ্ন তোলা হয় নুসরতের 'চরিত্রের দাগ' নিয়ে। সব কিছুকে এড়িয়ে ভাল থাকার চেষ্টা চালাচ্ছেন নুসরত। নুসরতের কমেন্ট বক্সে নজরে এল একের পর এক মন্তব্য। কেউ লিখলেন, এই ডিটারজেন্ট কি তোমার মতো মানুষের চরিত্রের দাগ তুলতে পারবে? আবার কেউ কেউ লিখলেন, নিজের হাতে কাপড় ধুয়েছ কখনও? অনেকে আবার এসব থেকে বেরিয়ে নুসরতের ঠোঁট নিয়েও কুমন্তব্য করতে শুরু করেন।
advertisement
তবে এসব কটাক্ষের ভিড়ে কেউ কেউ নুসরতের পোস্টে ভালবাসা দিয়েও ভরিয়েছেন। অনেকে তো খোঁজ নিয়েছেন নুসরতের ছেলে ঈশানেরও। ছোট্ট ঈশানকে নিয়ে দিব্য দিন কাটাচ্ছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিছু পোস্ট করলেই নেটিজেনরা মুখিয়ে থাকছে নুসরতকে জব্দ করার জন্য! তবে দমবার পাত্রী যে নুসরত নন তা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী। ট্রোলকে পাত্তা না দিয়ে কী করে নিজের জীবনে নিজের ছন্দে চলা যায় বার বার গত কয়েকমাসে তার প্রমাণ দিয়েছেন সাহসী অভিনেত্রী।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan: ‘চরিত্রের দাগ যাবে তো?’ বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে নেটপাড়ায় কটাক্ষের শিকার নুসরত...
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement