এই প্রথম একসঙ্গে সামনে এলেন নিখিল-নুসরত, দেখুন সঙ্গীতের সেই ছবি

Last Updated:
#কলকাতা: দেখতে দেখতে এসে গেল বিয়ের দিন ৷ আজই তুরস্কের বোদরুমে বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ গতকাল ছিল নিখিল-নুসরতের মেহেন্দির অনুষ্ঠান ৷ যদিও নায়িকার পায়ে আগেই দেখা গিয়েছিল মেহেন্দির নক্সা ৷ সম্ভবত পায়ের মেহেন্দি তিনি করে গিয়েছিলেন দেশ থেকেই ৷ কিন্তু এতদিন হাত ছিল ফাঁকা ৷ অবশেষে নিখিলের নামে সেই হাতে মেহেন্দি পড়ল ৷ গতকাল সন্ধ্যেয় ছিল নুসরত-নিখিলের সঙ্গীতের অনুষ্ঠানও ৷ এই অনুষ্ঠানের থিম ছিল বোহেমিয়ান স্টাইল ৷ বোদরুমের এল ভি হোটেল লাউঞ্জে ধুমধাম করে পালন করা হল সেই রেওয়াজ ৷
স্থানীয় ড্রান্স ট্রুপের পারফর্ম্যান্স ছিল দেখার মতো ৷ তাছাড়া নিখিল, নুসরতের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে ৷ পারফর্ম করেছেন নায়িকার ‘ডাই হার্ট দোস্ত’ আর এক তারকা-সাংসদ মিমি চক্রবর্তীও ৷ বোদরুমের হোটেলের লাউঞ্জে সেই অনুষ্ঠান চলাকালীন এক ঝলক দেখা গিয়েছিল হবু কনে নুসরতকে ৷
 প্রিয় বন্ধ‌ু স্বরাজ পারেখের সঙ্গে পোজ দিলেন নুসরত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
প্রিয় বন্ধ‌ু স্বরাজ পারেখের সঙ্গে পোজ দিলেন নুসরত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
অবশেষে সঙ্গীতের সাজে পুরোপুরি দেখা গেল নুসরত-নিখিলকে ৷ নায়িকা পরেছিলেন স্লেট রঙা লেহেঙ্গা-চোলি ৷ সঙ্গে ফুল স্লিভস ব্লাউজ, কানে ঝোলা দুল, টেনে বাঁধা চুল আর স্মোকি আইজ...৷ দারুণ লাগছিল হবু কনেকে ৷ আর নিখিল পরেছিলেন কালো ডিজাইনার শেরওয়ানি আর সাদা চোস্ত কুর্তা ৷ আত্মীয়স্বজন আর বন্ধুদের সঙ্গে পোজ দিলেন যুগলে ৷
advertisement
বন্ধ‌ুর সঙ্গে পোজ দিলেন নিখিলও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷ বন্ধ‌ুর সঙ্গে পোজ দিলেন নিখিলও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই প্রথম একসঙ্গে সামনে এলেন নিখিল-নুসরত, দেখুন সঙ্গীতের সেই ছবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement