নাম বিভ্রাট! মিঠুন নয়, করোনা আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী! রয়েছেন নিভৃতবাসে

Last Updated:

একটা ‘ন’-এর কারণেই গোলমাল হয়ে গিয়েছিল । করোনা আক্রান্ত মিঠুন নন, সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী টলি-অভিনেত্রী মিঠু চক্রবর্তী ।

#কলকাতা: দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যেপ অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন, উজান গঙ্গোপাধ্যায়, তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার....তালিকা বেশ দীর্ঘ । ইন্দ্রাণী দত্ত, চৈতী ঘোষালরাও করোনার কবলে পড়ে রয়েছেন আইসোলেশনে। এরই মধ্যে গতকাল একটি সংবাদ দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে । ‘ফিল্মফেয়ার’-এর তরফে একটি ট্যুইটে জানানো হয়েছিল মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত । কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভুল শুধরে নেয় তাঁরা । জানানো হয়, মহাগুরু ভাল আছেন, সুস্থ আছেন ।
advertisement
পরে জাান যায়, আসলে একটা ‘ন’-এর কারণেই গোলমাল হয়ে গিয়েছিল । করোনা আক্রান্ত মিঠুন নন, সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী টলি-অভিনেত্রী মিঠু চক্রবর্তী । দু’জনের নাম ও পদবীতে অনেক মিল থাকায় অনেকেই ভেবেছিলেন মিঠুন করোনা আক্রান্ত । জানা গিয়েছে, মিঠু চক্রবর্তীর জ্বর রয়েছে । তবে সেটা মারাত্মক নয় । ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নাম বিভ্রাট! মিঠুন নয়, করোনা আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী! রয়েছেন নিভৃতবাসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement