নাম বিভ্রাট! মিঠুন নয়, করোনা আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী! রয়েছেন নিভৃতবাসে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
একটা ‘ন’-এর কারণেই গোলমাল হয়ে গিয়েছিল । করোনা আক্রান্ত মিঠুন নন, সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী টলি-অভিনেত্রী মিঠু চক্রবর্তী ।
#কলকাতা: দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যেপ অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন ।
করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন, উজান গঙ্গোপাধ্যায়, তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার....তালিকা বেশ দীর্ঘ । ইন্দ্রাণী দত্ত, চৈতী ঘোষালরাও করোনার কবলে পড়ে রয়েছেন আইসোলেশনে। এরই মধ্যে গতকাল একটি সংবাদ দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে । ‘ফিল্মফেয়ার’-এর তরফে একটি ট্যুইটে জানানো হয়েছিল মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত । কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভুল শুধরে নেয় তাঁরা । জানানো হয়, মহাগুরু ভাল আছেন, সুস্থ আছেন ।
advertisement
পরে জাান যায়, আসলে একটা ‘ন’-এর কারণেই গোলমাল হয়ে গিয়েছিল । করোনা আক্রান্ত মিঠুন নন, সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী টলি-অভিনেত্রী মিঠু চক্রবর্তী । দু’জনের নাম ও পদবীতে অনেক মিল থাকায় অনেকেই ভেবেছিলেন মিঠুন করোনা আক্রান্ত । জানা গিয়েছে, মিঠু চক্রবর্তীর জ্বর রয়েছে । তবে সেটা মারাত্মক নয় । ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2021 2:18 PM IST