Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তবে ওর আর সন্তানের জন্য শুভেচ্ছা', নুসরত মা হওয়ার পর নিখিল যা লিখলেন...

Last Updated:

নুসরত মা হওয়ার (Nusrat Jahan becomes mother) পর যোগাযোগ করা হয় নিখিল জৈনের সঙ্গে (Nikhil Jain Reaction)৷ যা প্রতিক্রিয়া দিলেন নিখিল...

#কলকাতা: প্রতীক্ষার অবসান৷ মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan becomes mother)৷ পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি (Nusrat Jahan gives birth to baby boy)৷ পার্কস্ট্রীটের বেসরকারি হাসপাতালে রয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাত সন্তান৷ দু’জনেই সুস্থ রয়েছেন (Nusrat and baby in good health)৷ আপাতত ক’দিন সেখানেই থাকবেন নুসরত৷ তারপর বাড়ি ফিরবেন, কোলে সন্তান নিয়ে৷ কিছুদিন ধরেই তিনি তৈরি হচ্ছিলেন এই নতুন জীবনের জন্য৷ সে কথা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগও করেন নেন অভিনেত্রী-সাংসদ (Nusrat Jahan-Yash Dasgupta)৷ তবে তাঁর গর্ভবতী হওয়ার খবরে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ কারণ ততদিনে তিনি নিখিলের থেকে সরে এসেছিলেন৷ এবং গর্ভবস্থায় তিনি জানান যে নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি (Nusrat Jahan-Nikhil Jain marriage controversy)৷ অর্থাৎ সন্তানসম্ভবা নুসরত খুবই সাহসের পরিচয় দিয়েছেন৷ কারণ তিনি সন্তানের মা, এটাই যেন শেষ কথা৷ কোনও রকম পিতৃ পরিচয় ছাড়াই সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান৷ যা খুবই উল্লেখ যোগ্য বিষয়৷ যদিও তাঁর সঙ্গে অভিনেতা যশের প্রেম নিয়ে জলঘোলা হয়েছে এবং শেষ পর্যন্ত যশ ছিলেন তাঁর সঙ্গে৷ হাসপাতালেও নুসরত পৌঁছন যশের সঙ্গেই৷ নুসরতের মা হওয়ার পর মিলেছে নিখিলের প্রতিক্রিয়াও (Nikhil Jain reaction on Nusrat becoming mother)৷
নিখিলের শুভেচ্ছা নিখিলের শুভেচ্ছা
গত বছর থেকেই নিখিলের সঙ্গে ঘর ভাঙে নুসরতের৷ দু’জনে আলাদা থাকতে শুরু করে৷ এরপর নুসরতের বিরুদ্ধে মামলা করেন নিখিল৷ পাল্টা বোমা ফাটান নুসরত৷ তিনি জানিয়ে দেন যে তাঁর সঙ্গে আইনমতে বিয়ে হয়নি নিখিলের৷ ফলে বিবাহ বিচ্ছেদের কোনও প্রশ্ন আসে না৷ এরপর তাঁদের আইনি লড়াই এখনও চলছে৷ যদিও তার মধ্যেই নুসরত ধীরে ধীরে তাঁর নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন৷ সন্তানের অপেক্ষায় শুরু করেন দিন গোনা৷
advertisement
advertisement
নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নুসরতের সঙ্গে যশের সম্পর্ক
নুসরত মা হওয়ার পর যোগাযোগ করা হয় নিখিল জৈনের সঙ্গে৷ তিনি শুভেচ্ছা জানিয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাতকে৷ নিখিল আরও জানিয়েছেন যে নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে৷ তবে তিনি সবসময় সদ্যজাতের মঙ্গল কামনাই করবেন৷ নুসরতকে অভিনন্দন জানিয়েছেন নিখিল এবং নুসরতের পুত্র সন্তানের সুস্থতা কামনা করেছেন৷
advertisement
Reporter-Arunima Dey 
বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তবে ওর আর সন্তানের জন্য শুভেচ্ছা', নুসরত মা হওয়ার পর নিখিল যা লিখলেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement