Nusrat Jahan-Nikhil Jain: ‘মানুষ তাঁর কর্মফল পাবেই’, নুসরত মা হতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিখিল

Last Updated:

Nikhil Jain shares Post: যশ-নুসরতের সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে । নুসরত সদ্য মা হয়েছেন । হাসপাতালে যখন ‘যশরত’ একসঙ্গে, তখন ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নিখিল ।

#কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan becomes mother)৷ পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি (Nusrat Jahan gives birth to baby boy)৷ পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে রয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাত সন্তান৷ দু’জনেই সুস্থ রয়েছেন (Nusrat and baby in good health)৷ আপাতত ক’দিন সেখানেই থাকবেন নুসরত ৷ তারপর বাড়ি ফিরবেন, কোলে সন্তান নিয়ে ৷ তাঁর পাশে সর্বক্ষণ ছায়ার মতোই রয়েছেন অভিনেতা ও নায়িকার চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ।
যখন যশ-নুসরত সম্পর্ক নিয়ে নানারকম গুঞ্জনে চারিদিক তোলপাড় তখন কী করছেন নুসরতের একসময়ের ‘সঙ্গী’ নিখিল জৈন? ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে গাঁটছড়া বেঁধেছিলেন নিখিল-নুসরত (Nusrat Jahan-Nikhil Jain Wedding) । তবে সেই বিয়ে ছিল সামাজিক বিয়ে । কাগজে কলমে কোনও বিয়ে হয়নি তাঁদের । ২০২০ সালে নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্কের অবনতি হলে নুসরত সেই বিয়েকে অস্বীকার করেন । একটি বিবৃতি দিয়ে জানান, ''তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়। নুসরত জাহান বলেন, নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।''
advertisement
তার মধ্যেই যশ-নুসরতের সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে । নুসরত গর্ভবতী হয়েছেন । যদিও গর্ভের সন্তানের বাবা কে, তা নিয়ে একটি মন্তব্যও করেননি অভিনেত্রী । বৃহস্পতিবার তিনি সন্তানের জন্মও দিয়েছেন বেলা ১টা নাগাদ । কিন্তু এখনও পর্যন্ত তাঁর গর্ভবতী হওয়া, তাঁর সন্তান বা তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে একটা মন্তব্যও করতে শোনা যায়নি নুসরতকে ।
advertisement
advertisement
নুসরতের সঙ্গে নিখিলের বিয়ে নিয়ে অনেক টানাপোড়েন চলেছে । একে অপরের দিকে অভিযোগের তীরও ছুঁড়েছেন । নিখিল স্পষ্টই জানিয়েছেন, গত বছর (২০২০) নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা । তিনি কোনও ভাবেই নুসরতের গর্ভের সন্তানের বাবা নন । ওই সন্তানের পিতৃপরিচয় নিয়ে তাঁর কোনও ধারণাই নেই ।
advertisement
নুসরত মা হওয়ার পর নিখিলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ গেল নেটিজেনদের । সেখানে অবশ্য কর্ম ও কর্মফল নিয়ে দু-চারটে লাইন লিখেছেন ‘রঙ্গোলি’র মালিক । নিজের তিনটি ছবি দিয়ে নিখিল লিখেছেন, ‘‘ধর্মের চাকা ঘোরে আর আপনি কর্মফল পান । সব পালার শেষে, আপনি দেখতে পাবেন, কর্মই একমাত্র ধর্ম ।’’
advertisement
গতকাল নুসরত মা হওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে প্রথম প্রতিক্রিয়ায় নিখিল জানিয়েছিলেন, তাঁদের মধ্যে যতই পার্থক্য থাকুক, তিনি চান নুসরত ও সদ্যোজাত যেন ভাল থাকে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan-Nikhil Jain: ‘মানুষ তাঁর কর্মফল পাবেই’, নুসরত মা হতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিখিল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement