#কলকাতা: বিয়ের পর প্রথম দোল বলে কথা৷ একে অপরকে রাঙিয়ে তুলবেন না, সেটাও কী হয়৷ আবিরে মাখামাখি নীল-তৃণা৷ একেবারে হোলির মত করে পোশাক পরেছেন দু’জনে৷ অর্থাৎ সাদা পোশাক৷ যাতে হোলি খেলার শেষে সাদা কাপড়ে কতটা রঙ লাগল,সেটা বোঝা যায়৷ তৃণা পরেছেন সাদা সালওয়ার কুর্তি, সঙ্গে লাল টুকটুকে ওড়না৷ নীলের পরণে সাদা পাঞ্জাবি পাজামা৷ এবার শুরু হল তাঁদের রঙ খেলা৷ ভালবাসার রঙ লাল৷ তাই স্বাভাবিক যে তৃণাকে লাল রঙে ভরিয়ে তুলেন নীল৷ এটার তাঁদের জন্য বিশেষ দিন৷ রঙের মধ্যে দিয়েই যেন একে অপরকে প্রেমে ভরিয়ে দেবেন তিনি৷
কয়েক মাস আগে যেভাবে তৃণার সিঁথি লাল সিঁদুরে ভরিয়ে দিয়েছেন নীল, তেমনই রঙ খেলতে গিয়ে তৃণার মুখ জুড়ে লাল রং লাগিয়ে দিলেন তাঁর স্বামী৷ তৃণা হাল্কা প্রতিবাদ করতে চাইলেন ঠিকই৷ কিন্তু তার মধ্যে তেমন জোর নেই৷ বরং তিনিও বেশ উপভোগ করলেন স্বামীর হাতে রঙ লাগানো৷ লাজে রাঙা হলেন তিনিও৷ রং লাগানো যখন চলছে, তখন ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে বলিউডের অতি জনপ্রিয় হোলির গান, রং বরসে৷ অমিতাভ বচ্চনের গলায় এই গান একেবারে চিরকালীন৷ হোলি পালনে এই গান বাজবে না, সেটা তো হয় না৷ একদিকে অমিতাভের আবেগ ভরা গলায় রং বরসে গান, অন্যদিকে নীল-তৃণার বিয়ের পর প্রথম হোলি খেলা, সব মিলিয়ে খুবই মনোরম পরিবেশ তৈরি হল হোলির দিন৷
দশ বছর প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তাঁদের বিয়েতে বসেছিল চাঁদের হাট৷ সঙ্গে বাড়তি পাওনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি৷ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বেরিয়ে সেদিন পৌঁছে যান বিয়েবাড়িতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে হাসি মুখে ছবি তোলেন। এরপর তৃণমূলে যোগও দেন নীল ও তৃণা৷ অর্থাৎ অভিনেতা থেকে রাজনীতি, পা রাখলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi 2021, Neel Bhattachariya, Trina Saha