8848! এভারেস্ট অভিযান এবার আসছে বাংলা ছবিতে...

Last Updated:
#কলকাতা: এভারেস্ট অভিযান নিয়ে ছবি হচ্ছে বাংলায়৷ এটাই প্রথম৷ ছবির শ্যুটিং হবে এভারেস্টে৷ গোটা যাত্রাপথ উঠে আসবে ছবিতে৷ পরিচালক দেবাদিত্য৷ আপাতত কাজায় চলছে ছবির শ্যুটিং৷ কিন্তু মূল শ্যুটিং হবে এপ্রিলে, এভারেস্ট ও এভারেস্ট ওঠার পথে৷ এভারেস্ট অভিযান নিয়ে রীতিমত উচ্ছ্বসিত তিনি৷ যে কারণে ছবি বানানোর এমন সিদ্ধান্ত৷ 'খুবই কঠিন আমাদের শ্যুটিং শিডিউল৷ এখন কাজায় দিনের তাপমাত্রা -৯, যা রাতে -১৯ হয়ে যায়৷ শারীরিকভাবে মানিয়ে নিতেই খুব কষ্ট হচ্ছে৷ এখানে আমাদের শ্যুটিং-এর মালপত্র ওঠাতেও খুব সমস্যা হয়েছে৷ যদিও আমাদের সঙ্গে পর্বতারোহী ও তাদের ট্রেনাররা রয়েছেন৷ তারা তো অভিনয় করছেন এই ছবিতে'৷ জানালেন পরিচালক৷
নেটওয়ার্ক দুর্বল থাকায় তার সঙ্গে যোগাযোগ করাই দুষ্কর৷ রাত ১০টার সময় ফোনে পাওয়া গেল দেবাদিত্যকে৷ তিনি জানালেন যে এই ছবি করার অনুপ্ররণা তিনি পেয়েছেন পর্বতারোহী সুনীতা হাজরার অভিজ্ঞতার থেকে৷ তবে এই ছবি কোনও ভাবে তার জীবনের গল্প নয়৷ এটি ফকশনাল এক্সপিডিশনের ওপর ছবি৷ কীভাবে এভারেস্ট অভিযান হয়, সব সঠিক তথ্য তুলে ধরা হবে এই ছবিতে৷ ছবির চিত্রনাট্যই এভাবে তৈরি করী হয়েছে৷ স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং রিসার্চের জন্য প্রায় ৮-৯ মাস নিয়েছেন তিনি, ফোনে বললেন পরিচালক৷
advertisement
ছবির মূল অভিনেতা চান্দ্রেয়ী৷ বেশ কিছু ওয়ার্কশপ হয়েছে ছবির জন্য৷ 'চান্দ্রেয়ী যথেষ্ট ফিট৷ খুব ভাল কাজ করছেন, বললেন দেবাদিত্য৷ ছবি মুক্তির দিন এখনও কিছু ঠিক করেননি তারা'৷ পরিচালক জানাচ্ছেন যে মূল শ্যুটিং যেটা হবে নেপালে সেটা নিয়েই বেশ চিন্তায় রয়েছেন তিনি ও তার গোটা ইউনিট৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
8848! এভারেস্ট অভিযান এবার আসছে বাংলা ছবিতে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement