ফিরে আসছে ‘কলের গান’

Last Updated:
#কলকাতা: কলের গান যেন বাঙালির নস্ট্যালজিয়ার আরেক নাম ৷ রেকর্ডে গান শুনে দিন কাটিয়ে দিয়েছেন এমন বাঙালির সংখ্যা প্রচুর ৷ কিন্তু সে ছি অন্য প্রজন্ম ৷ শান্ত সময়ের ছন্দে চোখ বুজে সুরে মেতেছেন তখনকার প্রজন্মে মানুষজন ৷ এখন সময় বড় দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে ৷ আর দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে বর্তমান প্রজন্মও ৷ কলের গান এখন প্রায় অতীত ৷ নিউ জেন যে কলের গানে তাতে আটবে থাকবে তাতো নয় ৷ কিন্তু আগের সেই কলের গানের ভ্যালুজও কি আর রইল না ? এই ধরনের এক বিষয় উঠে আসছে প্রণব মুখোপাধ্যায় রচিত ও নির্দেশিত ছবি ‘কলের গান’-এ ৷ অভিনয়ে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চৈতি ঘোষাল, ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও অনুরাধা রাই ৷
পরিচালকের থেকে কাহিনি সম্পর্কে জানা গেল ৷ দিনরাত কলের গান অর্থাৎ গ্রামোফোনে গান শোনা নেশা চন্দ্রকান্তের। প্রায় ৭০ এর কাছাকাছি বয়স তাঁর। আর সেই নেশাই বাড়িতে অন্যান্য সদস্যদের অশান্তির কারণ হয়ে উঠছে। এই বিষয় নিয়েই প্রণব মুখোপাধ্যায় ছবি বানালেন, নাম 'কলের গান'।
DSC_1064
advertisement
advertisement
ছবির একটি দৃশ্যে চৈতি ঘোষাল ও ভাস্কর বন্দ্যোপাধ্যায় ৷
চন্দ্রকান্তের পরিবারে আছে তাঁর ছেলে, ছেলের বউ আর নাতি। চন্দ্রকান্তের নেশা কলের গান শোনা। তাঁর প্রিয় গ্রামোফোনে সারাদিন জোরে জোরে গান বাজে। এই নিয়েই বাড়িতে রোজ অশান্তি। বিশেষ করে চন্দ্রকান্তর পুত্রবধূ সুমিত্রার সঙ্গে এই নিয়ে রোজ অশান্তি হয় তাঁর স্বামী চন্দনের। একটা সময়ে টাকার লোভে সুমিত্রা বিক্রিও করে দেন সেই গ্রামোফোন। তবে ট্রেলারের শেষে দেখা যাচ্ছে, সেই সুমিত্রাই অন্য একজনকে বোঝাচ্ছে গ্রামোফোনটির মাহাত্ম্য। যন্ত্রটার সঙ্গে যে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেটা বুঝতে পেরেছেন অনেকটা বয়স পেরিয়ে। এই যন্ত্রটার গল্প বলবে এই ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিরে আসছে ‘কলের গান’
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement