Neel Bhattacharya: টেলিভিশনে প্রথমবার এমন ঘটনা ঘটাতে চলেছেন ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য

Last Updated:

Neel Bhattacharya: গত তিন বছর ধরে নীল’কে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘নিখিল’-এর চরিত্রে দেখে এসেছেন দর্শকরা । এ বার একেবারে ছক ভাঙা কাজ করে বসলেন নায়ক ।

#কলকাতা: হ্যাঁ, ছোট পর্দার জনপ্রিয় নায়ক নীল ভট্টাচার্য এ বার এমন একটি কাজ করতে চলেছেন যা সম্ভবত আগে কখনও টেলিভিশনে হয়নি । জল্পনাটা ছিল অনেকদিন ধরেই । এ বার তাতে পড়ল শিলমোহর । ঠিকই শুনছেন । এই সঙ্গে দু’টি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘কৃষ্ণকলি’র ‘নিখিল’ ওরফে সকলের প্রিয় নায়ক নীল ভট্টাচার্য ।
বহু দিন ধরেই তিনি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে রয়েছেন নায়ক ‘নিখিল’-এর চরিত্রে । কমবয়সের নিখিল আর শ্যামার প্রেম কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল । এখন নিখিল-শ্যামা দু’জনেই বয়ষ্ক, তাঁদের ছেলেমেয়েরাও সিরিয়ালে এন্ট্রি নিয়েছে । এখনও সফলভাবে এগিয়ে চলেছে ‘কৃষ্ণকলি’ ।
আর এরই মধ্যে এল আরওএকটা সুখবর । ‘নিখিল’-এর পাশাপাশি এ বার তাঁকে দেখা যাবে ‘অভিমন্যু’র চরিত্রেও । বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছিল, নতুন ধারাবাহিক ‘উমা’য় নায়কের ভূমিকায় আসতে চলেছেন নীল । তবে ‘উমা’র প্রথম প্রোমো-তে তার বিন্দমাত্র ঝলকও দেখতে পাননি দর্শকরা । সম্প্রতি মুক্তি পেয়েছে ‘উমা’র দ্বিতীয় প্রোমো । আর তাতেই দেখা যাচ্ছে নীল’কে ।
advertisement
advertisement
advertisement
এক মহিলা খেলোয়াড়ের লড়াইয়ের গল্প । ‘জয়ী’ আর ‘বকুল কথা’র সাফল্যের পর এ বার ‘উমা’ । ২২ গজের স্বপ্নের লড়াইয়ে ‘উমা’ (Uma) আসছে প্রযোজক, পরিচালক, কাহিনিকার সুশান্ত দাসের হাত ধরে। মুখ্য ভূমিকায় নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) । বেশ কিছুদিন ধরেই মডেলিং করছিলেন শিঞ্জিনী । গত লকডাউনে টলিপাড়ার বেশ কিছু ছোট পর্দার শিল্পীদের সঙ্গে একটি মিউজিক ভিডিও-ও করেছিলেন । এরপরেই আসে ‘উমা’র অফার । সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন নায়িকা ।
advertisement
advertisement
‘উমা’য় অভিমন্যু’র চরিত্রটি বনেদি বাড়ির ছেলে । যেখানে সে সকলের কাছেই প্রিয় পাত্র । ২৫ বছরের অভিমন্যু পেশায় সফট ইঞ্জিনিয়র, আবার বাড়িতেও সবকাজে তাঁকেই দরকার পড়ে । অভিমন্যু একটি সংস্থা গড়ে তোলে আর সেই সংস্থার মাধ্যমে দুঃস্থদের সাহায্য করে সে ও তাঁর বন্ধুরা। সেই কাজের সূত্রেই উমার সঙ্গে দেখা হবে তাঁর। উমা গয়না বড়ি বিক্রি করে ট্রেনে । কিন্তু তাঁর স্বপ্ন সে ক্রিকেটার হবে । যদিও এই স্বপ্নের পথ মসৃণ নয় । এ ভাবেই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel Bhattacharya: টেলিভিশনে প্রথমবার এমন ঘটনা ঘটাতে চলেছেন ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement