কুর্নিশ! করোনা রোগীদের জন্য নিজের অফিসকেই আইসোলেশন সেন্টারে পরিণত করলেন দেব

Last Updated:

এই সেন্টারে যে কোনও করোনা রোগী থাকতে পারবেন । পাবেন অক্সিজেনের ব্যবস্থাও । এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব।

#কলকাতা: একাধারে তিনি বড় পর্দার নায়ক, তিনি জনপ্রিয় হিরো, নাচে-গানে-অ্যাকশনে বক্স অফিসে ঝড় তোলেন, আবার তিনিই মানুষের হয়ে কথা বলেন, তিনি সাংসদ, রাজনৈতিক ব্যক্তি, সর্বপরি একজন বড় মনের মানুষ । তাঁকে কে না চেনে, ঘাটালের তৃণমূল সাংসদ, টলিউডের নায়ক দেব (Dev), পুরো নাম দীপক অধিকারী ।
সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ । মহামারী আছড়ে পড়েছে আমাদের রাজ্যেও । এহেন অবস্থায় করোনা মহামারী নিয়ে মানুষকে বারংবার সচেতন করে চলেছেন দেব । সকলকে সমানে সাবধান করছেন, নিজেদের খেয়াল রাখতে বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন । শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাচ্ছেন তিনি । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসুস্থ মানুষদের দিকে । আগেই নিজের রেস্তরাঁ টলি টেলস (Tolly tales) থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠানোর ব্যবস্থা করেছিলেন সুপারস্টার । সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চুঁচুড়ার ছোট্ট মেয়ে তিতলির বাবা’র সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন । হাসপাতালের বেড থেকে অক্সিজেনের ব্যবস্থা করা, সবেতেই তিনি পাশে দাঁড়িয়েছেন মানুষের ।
advertisement
View this post on Instagram

A post shared by Dev FC © (@worldofprateeti)

advertisement
advertisement
এ বার নিজের সাংসদ এলাকায় করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন সাংসদ দেব৷ ঘাটাল এবং দাসপুর এলাকার যে বাসিন্দারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের পরিবারের সদস্যদের প্রতিদিন খাওয়ানোর ব্য়বস্থা করেছেন দেব৷ অভিনেতা- সাংসদের প্রতিনিধিরাই গোটা বিষয়টি পরিচালনা করছেন৷ পাশাপাশি, যে করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা চাইলেও বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে৷ শুধু তাই নয়, ঘাটালে তাঁর অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। এই সেন্টারে যে কোনও করোনা রোগী থাকতে পারবেন । পাবেন অক্সিজেনের ব্যবস্থাও । এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন তারকা সাংসদ । লিখেছেন, কোনও করোনা রোগীকে আইসোলেশনে রাখতে চাইলে যেন অবশ্যই তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হয় ।
advertisement
advertisement
advertisement
যোগাযোগের জন্য বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ গত বছরও লকডাউনের সময় করোনা আক্রান্ত এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন ঘাটালের সাংসদ দেব৷ অতিমারী পরিস্থিতিতে যে ভাবে নিঃস্বার্থ ভাবে, রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তা সত্যিই শিক্ষনীয় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
কুর্নিশ! করোনা রোগীদের জন্য নিজের অফিসকেই আইসোলেশন সেন্টারে পরিণত করলেন দেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement