Jeet-Dev: ‘মাত্র ১টা ফোন কলের দূরত্বে আমি আছি ফাইটার’, করোনা আক্রান্ত জিতকে বার্তা দেবের

Last Updated:

কথায় বলে ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারও বন্ধু হয় না । বিশেষ করে নায়ক, নায়িকারা তো নয়ই । কিন্তু সে সব পুরনো মিথকে ভাঙলেন টলিপাড়ার প্রথম সারির দুই নায়ক ।

সহকর্মী জিতের পাশে দাঁড়ালেন দেব ।
সহকর্মী জিতের পাশে দাঁড়ালেন দেব ।
#কলকাতা: একাধারে তিনি বড় পর্দার নায়ক, তিনি জনপ্রিয় হিরো, নাচে-গানে-অ্যাকশনে বক্স অফিসে ঝড় তোলেন, আবার তিনিই মানুষের হয়ে কথা বলেন, তিনি সাংসদ, রাজনৈতিক ব্যক্তি, সর্বপরি একজন বড় মনের মানুষ । তাঁকে কে না চেনে, ঘাটালের তৃণমূল সাংসদ, টলিউডের নায়ক দেব (Dev), পুরো নাম দীপক অধিকারী ।
সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ । মহামারী আছড়ে পড়েছে আমাদের রাজ্যেও । তার মধ্যে এ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । এহেন অবস্থায় করোনা মহামারী নিয়ে মানুষকে বারংবার সচেতন করে চলেছেন দেব । সকলকে সমানে সাবধান করছেন, নিজেদের খেয়াল রাখতে বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন । টলিউডেও থাবা বসিয়েছে করোনা । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মঙ্গলবার জিৎ জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত । নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর গতকালই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
View this post on Instagram

A post shared by Dev FC © (@worldofprateeti)

advertisement
advertisement
কথায় বলে ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারও বন্ধু হয় না । বিশেষ করে নায়ক, নায়িকারা তো নয়ই । কিন্তু সে সব পুরনো মিথকে ভাঙলেন টলিপাড়ার প্রথম সারির দুই নায়ক । জিতের ট্যুইটের কমেন্ট বক্সে তাঁকে উত্তর দিতে দেখা যায় দেবকে । সহকর্মী করোনা আক্রান্ত জানতে পারায় দেব লেখেন, ‘‘দ্রুত সেরে ওঠো ফাইটার । আমি জানি তোমার দরকার পড়বে না, তবু যদি কোনও প্রয়োজন হয়, আমি আছি মাত্র ১টা ফোন কলের দূরত্বে।’’ মহানায়ক দেবের এমন বার্তা মন ছুঁয়ে যায় সকলের । নিমেষেই ভাইরাল হয় নায়কের ট্যুইটটি ।
advertisement
তবে টলিউডের নায়িকা শুভশ্রীর আক্রান্ত হওয়ার খবরে দেব’কে কিছু বলতে দেখা যায়নি । বহু বছর আগে দেব-শুভশ্রীর সম্পর্ক নিযে উত্তাল ছিল টলিপাড়া । নিন্দুকরা বলেন, গভীর প্রেম ছিল দু’জনের মধ্যে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই প্রেম ভেঙে যায় । দু’জনের কেউই অবশ্য এ নিযে কোনও দিন মুখ খোলেননি । শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও তাঁর সন্তানের মা । আর দেব জমিয়ে প্রেম করছেন মডেল-অভিনেত্রী রুক্মিনী মৈত্রর সঙ্গে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeet-Dev: ‘মাত্র ১টা ফোন কলের দূরত্বে আমি আছি ফাইটার’, করোনা আক্রান্ত জিতকে বার্তা দেবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement