Mithai Viral Video: খোলা লম্বা চুল,বৃষ্টিতে ভিজছেন সৌমিতৃষা ওরফে মিঠাই, আচমকাই খুলে দিলেন পোশাক! দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিন্দাস মুডে মিঠাই, ভাইরাল ভিডিও (viral video) দেখুন৷
#কলকাতা: মিঠাই (Mithai) হিসেবে তিনি খুবই জনপ্রিয়৷ তাঁর আর উচ্ছেবাবু বা দাদুর রাগী নাতির ঝামেলা দেখতে দর্শক মুখিয়ে থাকে৷ বাংলা সিরিয়ালের রেটিং-এও এখন সবার উপরে মিঠাই৷ তাই মিঠাইকে নিয়ে সকলের আগ্রহও তুঙ্গে৷ মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)৷ খুবই মিষ্টি মেয়ে, একেবারে চরিত্রের সঙ্গে মানিয়ে গিয়েছেন তিনি বাস্তব জীবনেও৷ বৃষ্টি খুব পছন্দ সৌমিতৃষা৷ বৃষ্টিতে ভিজতে দারুণ ভালবাসেন৷ সেই মত শহরে এই বৃষ্টিতে তিনি নিজেকে মেলে ধরলেন৷ খোলা চুলে চুপচুপিয়ে ভিজলেন তিনি৷ তারপর ভিজতে ভিজতে আচমকাই খুলে দিলেন শার্ট(Mithai Viral Video)!
advertisement
advertisement
মিঠাই আর সিদ্ধার্থের (Mithai-Sidhartha) কি ডিভোর্সটা (Mithai-Sidhartha Divorce)হয়েই যাবে? নাকি মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে শেষ পর্যন্ত মেনেই নেবে সিদ্ধার্থ? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে মোদক বাড়ির অন্দরে৷ সঙ্গে অবশ্য দর্শকও জানতে চান যে মিঠাইয়ের ভাগ্যে কী আছে৷ তোরসা, তার মা ও সিদ্ধার্থের বাবা এই ডিভোর্সটা চাইলেও মোদক বাড়ির কেউই মিঠাই ও সিদ্ধর্থের ডিভোর্সের পক্ষে নয়৷ তাঁরা শুধুই চায় মিঠাই ও সিদ্ধার্থের প্রেম (Mithai-Sidhartha romance)৷ রুক্ষ চরিত্রের সিদ্ধার্থ নিজের আবেগ সামনে আনতে চায় না৷ কিন্তু মিঠাইকে নিয়ে যে সেও খুব চিন্তিত, সেটা এতদিনে খুব ভাল বোঝা গিয়েছে৷ তাই তো মিঠাইয়ের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বেশ চিন্তিত মিঠাইয়ের উচ্ছেবাবু৷ মিঠাইয়ে চোট-আঘাতে ঝাপিয়ে পড়ে তাকে সাহায্য করে সিদ্ধার্থ৷ এদিকে তোরসা যেভাবে সিদ্ধার্থের উপর ডিভোর্স নিয়ে চাপ দিচ্ছে, তাতে সে যে বেশ বিরক্ত হচ্ছে, তা বোঝা যাচ্ছে৷ সব মিলিয়ে শেষ পর্যন্ত তোরসার উপর রেগে ডিভোর্সের রাস্তা থেকে সরে আসবে কি সিদ্ধার্থ? দাদুর মনের মতো নাতবউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে সে? সেই দিকে তাকিয়ে দর্শক৷
advertisement
advertisement
advertisement
আপাতত দিনরাত শ্যুটিং-এ ব্যস্ত মিঠাই(Mithai Viral video) বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কিছুটা রিল্যাক্স করছেন৷ সেই ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়৷ সেই আড্ডাতেই বৃষ্টির জলে ভিজলেন তিনি৷ নিজের লম্বা চুল খুলেই রেখেছিলেন সৌমিতৃষা৷ বৃষ্টিতে ভিজতে ভিজতে আবেগে ভাসলেন তিনি৷ গানের সঙ্গে নাচতে নাচতে একেবারে সলমন খানের স্টাইলে খুলে দিলেন তাঁর ড্রেসের উপর থাকা শার্ট! একেবারে অন্য মুডে ধরা দিলেন মিঠাই রানি! বিন্দাস সৌমিতৃষাকে না দেখলে সত্যিই বড় মিস করবেন আপনিও৷ রইল ভিডিও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2021 2:45 PM IST