নুসরতের বিয়ের আসরে নিজেকে হলুদে রাঙালেন মিমি, দেখুন প্রথম ছবি

Last Updated:
#কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্কের কথা সবারই জানা ৷ আবার অভিনয় থেকে রাজনীতির ময়দানে এসেছেন একই সঙ্গে ৷ আর এই ছক্কা হাকিয়েছেন দু’জনেই ৷ লোকসভা নির্বাচনে জিতে সংসদে পাড়ি দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তী ৷
ব্যক্তিগত জীবনেও খুব ভাল বন্ধু মিমি ও নুসরত ৷ আর তার প্রমাণ বরাবরই পাওয়া গিয়েছে ৷ আর আগামিকাল প্রিয় বান্ধবী নুসরত জাহান সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ৷ সুদূর তুরস্কের বোদরুম শহরে বসেছে বিয়ের আসর ৷ আর সেখানে তিনি হাজির থাকবেন না তা আবার হয় নাকি! গতকাল সোমবারই বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালাঙ্কায়া’ হোটেলে পৌঁছে গিয়েছেন মিমি ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে বিয়ের প্রস্তুতি ৷ আজ নুসরতের মেহেন্দি ৷ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান ৷ সন্ধ্যায় হবে সঙ্গীত ৷ আর প্রতিটি অনুষ্ঠানেই নুসরতের পাশে পাশে রয়েছেন মিমিও ৷
advertisement
62510775_144062650001602_2924044770583115385_nবোদরুমে মিমি চক্রবর্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
আর সেই অনুষ্ঠান থেকে প্রথম ছবি পোস্ট করলেন মিমি নিজেই ৷ যেখানে মিমিকে হলুদ রঙের পোশাকে দেখা গিয়েছে ৷ আসলে আজ মেহেন্দির অনুষ্ঠান ৷ আর সেই অনুষ্ঠানে হাজির থাকতে উজ্জ্বল রঙের পোশাক বেছে নিয়েছেন মিমি ৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নুসরতের বিয়ের আসরে নিজেকে হলুদে রাঙালেন মিমি, দেখুন প্রথম ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement