#কলকাতা: মিমি চক্রবর্তী। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে তিনি একজন সাংসদও বটে। তাঁর অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন তো জিতেই ছিলেন মিমি। এবার মানুষের জন্য মাঠে নেমে কাজও করছেন তিনি। মিমির টলিউডে যাত্রা শুরু বাংলা সিরিয়াল 'গানের ওপারে' দিয়ে। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় এই সিরিয়ালে কাজ করেছিলেন তিনি। পুপের চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিমি। সেখানে পুপে রবীন্দ্র সঙ্গীত গাইত। তবে মিমি সেই সময় সিরিয়ালে গান করেননি, লিপ মিলিয়েছিলেন। মনে মনে গান গাওয়ার একটা সুপ্ত ইচ্ছে তাঁর ছিলই।
এর আগেও মিমিকে গান গাইতে শুনেছে দর্শক। এবার রবীন্দ্রসঙ্গীত গেয়েও তিনি জয় করলেন মানুষের মন। কয়েক দিন আগেই মিমি তাঁর ইউটিউব চ্যানেলের জন্য গেয়েছিলেন, "আমার পরাণ যাহা চায়'। কালো শাড়িতে মিমির গলায় রবীন্দ্র সঙ্গীত শুনে প্রশংসায় ভরিয়েছিলেন সকলেই। মিমির এটাই প্রথম রবীন্দ্র সঙ্গীত। এই গান শুনে ভক্তদের 'গানের ওপারে'র পুপের কথাই মনে পড়েছে বার বার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mimi Chakraborty, Rabindrasangeet, Tollywood