লকডাউনের পাড়ার মেয়েকে প্রেম নিবেদন! পরিণতি কী হল, দেখুন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#কলকাতা: লকডাউনের একঘেয়েমি কাটাতে প্রেম করবেন ভাবছেন? তবে সেটা কীভাবে? অনলাইন ছাড়া তো উপায় নেই৷ তারই উপায় বলে দেবে টিভি ওয়ালা মিডিয়ার লকডাউনের ছোট ছবি ‘প্রেমে লকডাউন! ছবিটির পরিচালনা করেছেন দেবারতি গুপ্ত৷ অভিনয়ে অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায় এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়!
পরিচালক জানিয়েছেন যে এই লকডাউনের একঘেয়েমি কাটেই বন্ধু অমিত গঙ্গোপাধ্যায় (টিভি ওয়ালা মিডিয়ার কর্ণধার) সঙ্গে এই কাজ। সঙ্গে জুটে গেল আরও কিছু বন্ধু (অনুরাধা, অনুভব,এবং প্রান্তিক )। এই মজাদার প্রেমের ছবির সম্পাদনার দায়িত্বে ছিলেন শুভ ভট্টাচার্য৷ আবহ সঙ্গীত করেছেন অম্লান৷ মজাদার এই ছবির মোচড়ে লকডাউনের বিরক্তি খানিকটা হলেও কাটিবে দর্শকদের বলেই দাবি দেবারতির।
advertisement
গৃহকর্মে নিপুণ হয়ে ওঠা পুরুষ এই গুনকেই হাতিয়ার করে প্রেম নিবেদন করে পাড়ার রূপসীকে , এর জন্য তিনি তার অন্য বন্ধুর সহায়তা নেন ! কিন্তু তারপর কী হয় ? জানতে হলে বাড়িতে বসে দেখে নিন ছোট ছবি ‘প্রেমে লকডাউন’।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 5:45 PM IST

