Viral Video: 'এই বন্ধুত্ব সারা জীবন মনে রাখব,' কৃষ্ণকলি ওরফে তিয়াসার সঙ্গে নাচতে নাচতে বললেন নিখিল ওরফে নীল, ভিডিও ভাইরাল

Last Updated:

সঙ্গে রয়েছেন নিখিল ওরফে নীল, অশোক ওরফে ভিভান এবং রাজীব৷

#কলকাতা: কৃষ্ণকলি-শ্যামাকে মেকআপ ছাড়া চেনা দায়৷ ত্বকের রং অনেকটাই চেপে দেওয়া হয় ধারাবাহিকে (Krishnakoli)৷ এখন যদিও কৃষ্ণকলি ওরফে তিয়াসা রায়ের আসল চেহারার সঙ্গে সকলেই প্রায় পরিচিত৷ খোলা চুলে তিয়াসা নাচছেন স্লো মোশনে৷ সঙ্গে রয়েছেন নিখিল ওরফে নীল, অশোক ওরফে ভিভান এবং রাজীব৷ সকলেই একসঙ্গে নাচছেন৷ গানটি অরিজিৎ সিং-এর জনপ্রিয় তেরা ইয়ার হু ম্যায়৷ অর্থাৎ তোমাদের বন্ধু আমি! এভাবেই বন্ধুত্বের কথা তুলে ধরছেন এই চার মূর্তি৷ আসলে ১০০০ পর্ব পেরিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিক কৃষ্ণকলি৷ তাই একে অন্যের সঙ্গে কাজ করছেন এতগুলো দিন ধরে৷ বন্ধুত্ব তো হওয়াই স্বাভাবিক৷ তিয়াসা-নীল প্রধান চরিত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছেন৷ এবার কী তাহলে সকলকে বিদায় জানানোর পালা? কেন নিখিল লিখছেন যে, এই বন্ধুত্ব চিরকাল মনে রাখব? এ নিয়ে জল্পনা শুরু হয়েছে (Viral Video)৷
কৃষ্ণকলি সিরিয়ালটিতে এখন জল অনেক দূর গড়িয়েছে৷ কৃষ্ণকলির মেয়ে এবং হারিয়ে যাওয়া ছেলেও ফিরে এসেছে৷ তাদের সকলকে নিয়ে কৃষ্ণকলির ভরা সংসার৷ এরই মধ্যে ফিরে এসেছে কৃষ্ণকলির এক পুরনো শত্রু যে আক্রমণ চালায় নিখিলের উপর৷ এখন তারই প্রতিশোধ নিতে চায় কৃষ্ণকলি৷ এবং অন্যান্য লড়াইয়ের মতো এই লড়াইয়েও জিতে যাবে কৃষ্ণকলি, এটাই স্বাভাবিক৷ তবে কীভাবে চলবে তার লড়াই, সেটা দেখতে চায় দর্শক৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে কৃষ্ণকলি ধারাবাহিক থেকে সম্ভবত শেষ হচ্ছে নিখিলের চরিত্র৷ কারণ ইতিমধ্যেই তিনি অন্য একটি সিরিয়ালে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন৷ তার প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে বলে খবর৷ তাই শ্যামা ও নিখিলের জুটি ভেঙে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে৷ যদিও এর জন্য কৃষ্ণকলি ধারাবাহিক বন্ধ হবে বলে মনে হচ্ছে না৷ কিন্তু এর জন্যই হয়ত একসঙ্গে ভিডিও বানিয়েছেন তিয়াসা-নীল এবং নীল লিখছেন যে তিনি এই বন্ধুত্ব কোনও দিন ভুলবেন না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: 'এই বন্ধুত্ব সারা জীবন মনে রাখব,' কৃষ্ণকলি ওরফে তিয়াসার সঙ্গে নাচতে নাচতে বললেন নিখিল ওরফে নীল, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement