Rani Rashmoni: রামকৃষ্ণ’র আশীর্বাদে বিয়ে সারলেন ‘ভাগ্নে’ হৃদয়, পাত্রী কে জানেন?

Last Updated:

সংসার জীবনে পা রাখলেন সিদ্ধার্থ (Siddhartha Gosh) । নিজে উপস্থিত থেকে পর্দার ভাগ্নেকে আগামী জীবনে পথচলার শুভেচ্ছা জানালেন খোদ তাঁর ‘মামা’ শ্রী রামকৃষ্ণ, ওরফে সৌরভ সাহা (Sourav Saha)।

#কলকাতা: বাংলা ধারাবাহিকের ইতিহাসে অন্যতম সফল, ইতিহাস নির্ভর ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ ( Korunamoyee Rani Rashmoni ) । এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে রাসমণি উত্তর পর্ব । রামকৃষ্ণ আর সারদা মায়ের কাহিনী এখন উপভোগ করছেন দর্শকরা । আর সেই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রামকৃষ্ণ’র ভাগ্নে ‘হৃদয়’ । বাস্তব জীবনে এ বার সাত পাকে বাঁধা পড়লেন সেই ‘হৃদয়’ ওরফে সিদ্ধার্থ ঘোষ (Siddhartha Gosh) । নিজের অভিনয় গুণে দর্শক মননে যিনি নিজের জনপ্রিয়তা নিশ্চিত করেছেন ।
সংসার জীবনে পা রাখলেন সিদ্ধার্থ । নিজে উপস্থিত থেকে পর্দার ভাগ্নেকে আগামী জীবনে পথচলার শুভেচ্ছা জানালেন খোদ তাঁর ‘মামা’ শ্রী রামকৃষ্ণ, ওরফে সৌরভ সাহা (Sourav Saha)। কে হলেন হৃদয়ের জীবনের রানি? পাত্রী সঙ্গীত শিল্পী দেবতৃষা সেনগুপ্ত (Debatrisha Sengupta) ।
দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পেল । বেশকিছু বাংলা ছবিতে প্লে-ব্যাক করেছেন দেবতৃষা । আর সিদ্ধার্থ ‘রানী রাসমণী’ ছাড়াও অভিনয় করবেন ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকেও । এই অতিমারী পরিস্থিতিতে খুব ঘরোয়া ভাবে, স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ে সেরেছেন সিদ্ধার্থ । একেবারে খাঁটি বাঙালি সাজেই সেজে উঠেছিলেন বর-কনে । সিদ্ধার্থ পরেছিলেন লাল সিল্কের পাঞ্জাবি, দেবতৃষা সেজেছিলেন টুকটুকে লাল বেনারসীতে । তবে শোনা যাচ্ছে, বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হবে জাঁকজমক করেই । সেখানে টলি পাড়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধ ও সহকর্মীরা উপস্থিত থাকতে পারেন । উপস্থিত থাকতে পারেন রানিমা, দিতিপ্রিয়া রায়ও ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Rashmoni: রামকৃষ্ণ’র আশীর্বাদে বিয়ে সারলেন ‘ভাগ্নে’ হৃদয়, পাত্রী কে জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement