দুর্গাপুজোয় তুমুল নাচ রঞ্জিত মল্লিকের, ভিডিও শেয়ার করলেন কন্যা কোয়েল মল্লিক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সেই ভিডিওতে মল্লিক বাড়ির পুজোর কয়েক ঝলক দেখা গিয়েছে । সেখানেই দেখা গিয়েছে বাড়ির পুজোয় জমিয়ে নাচ্ছেন রঞ্জিত মল্লিক ।
#কলকাতা: এ বছরের দুর্গা পুজোটা একেবারে আলাদা । এমন পুজো আগে দেখেনি বাংলা । শুধু বাংলা নয়, দেশের কোথাওই পুজোয় এ বছর তেমন জাঁক হয়নি । সৌজন্যে করোনা ভাইরাস । একটা খুদে বস্তু আমাদের দশ গোলে পরাস্ত করেছে । মহামারীর কারণে এ বছরের পুজোয় ছিল অনেক নিষেধাজ্ঞা ।
তেমন করে অঞ্জলি হল না, খাওযাদাওয়া, ঠাকুর দেখা, আমোদ-আহ্লাদ...সবেতেই মস্ত বড় ফাঁক থেকে গেল । কলকাতা-সহ গোটা রাজ্যেরই বনেদি বাড়ির পুজোগুলোতেও এ বছর অনেক নিয়ম-নিষেধ ছিল । অনেকেই অতিথি বিহীন পুজো করেছেন । অনেকে ঠাকুর ছোট করে দিয়েছেন । শুধুমাত্র ঘরের আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বাড়ির পুজোকে ।
কলকাতার বনেদীবাড়ি গুলির অ্যতম অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো । মল্লিক বাড়ির পুজো ঘিরে প্রতি বছরই উন্মাদনা থাকে তুঙ্গে । সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ, সেলিব্রিটি থেকে আমজনতা...সকলেই ভিড় করেন এই পুজো দেখতে । কিন্তু এ বছর একেবারেই সে সব বন্ধ করে দেওয়া হয় । পুজোর আগেই রঞ্জিতকন্যা টলি-নায়িকা কোয়েল জানান, এ বছরের পুজো একেবারেই ঘরোয়া ভাবে সম্পন্ন হবে । সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মিডিয়া বা সাধারণ মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
advertisement
advertisement
advertisement
তাই এ বছরের পুজোয় বারবারই মনে পড়ে যাচ্ছিল অন্যান্য বছরের জাঁকজমকের কথা । আগে কত মজা মতো পুজোয় । ১৯৯৮ সালের পুরনো একটি ভিডিও শেয়ার করে কোয়েল সেই স্মৃতির পথ ধরেই হেঁটে গেলেন । সেই ভিডিওতে মল্লিক বাড়ির পুজোর কয়েক ঝলক দেখা গিয়েছে । সেখানেই দেখা গিয়েছে বাড়ির পুজোয় জমিয়ে নাচ্ছেন রঞ্জিত মল্লিক ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2020 12:42 PM IST