#কলকাতা: পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী, ছোট থেকেই বাবার কাছে গানের তালিম নিয়েছেন। তাঁর গলায় যেন স্বয়ং মা সরস্বতী বাস করেন ! ক্লাসিকাল সিঙ্গার কৌশিকীর জুড়ি মেলা ভার। লতা মঙ্গেশকরও তাঁর গান শুনে জড়িয়ে ধরেছিলেন।
তাঁর একটি ছেলে রয়েছে রিশিথ। মায়ের কাছেই গানের তালিম নেয় ছোট্ট ছেলেটি। সকালে উঠে রেওয়াজ করে শুরু হয় মা-ছেলের দিন। রিশিথের তবলা যেন অন্য ভাষায় কথা বলে। এইটুকু ছেলের এই অসাধারণ দক্ষতা মন কেড়ে নেয় সকলের। কৌশিকী তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রিশিথ তবলা বাজিয়ে গান গাইছে। কৌশিকী ক্যাপশনে লেখেন, ও আমায় অবাক করছে। আমার থেকেও ভাল করছে। এই ভিডিওগুলো শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়। অনেকে এই ভিডিও দেখে মনে করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীকেও।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay chakraborty, Kaushiki Chakraborty, Song, Tollywood