Nusrat Jahan: ‘নিজেকে বিশ্বাস করি’, সোশ্যাল মিডিয়ায় মনের কথা বললেন অন্তঃসত্ত্বা নুসরত

Last Updated:

বিতর্ক যতই মাথাচাড়া দিয়ে উঠছে ততই যেন শান্ত, স্থিতধি হচ্ছেন নুসরত (Nusrat Jahan) । মাতৃত্বের সুখে ডুব দিচ্ছেন নিজের ভিতরেই ।

#কলকাতা: আসন্ন সন্তানের পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর বিতর্ক চলছে। কিন্তু তারই মাঝে সমস্ত কাটাছেঁড়াকে উপেক্ষা করে নিজের সন্তানের পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বেবি বাম্পের ছবি । নুসরতের সংসার ভাঙা, অভিনেতা যশের সঙ্গে নতুন সমীকরণ, মাতৃত্বের খবরে যখন বিনোদন থেকে রাজনীতির দুনিয়া, উভয়ই সরগরম হয়ে উঠেছে, তখন বারংবার নিজের মত ব্যক্ত করতে সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হয়েছেন নুসরত ।
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

advertisement
advertisement
বিতর্ক যতই মাথাচাড়া দিয়ে উঠছে ততই যেন শান্ত, স্থিতধি হচ্ছেন নুসরত । মাতৃত্বের সুখে ডুব দিচ্ছেন নিজের ভিতরেই । কিছুদিন আগেই পাহাড়ের কোলে গোলাপি চাদরের ওমে মোড়া ছোট্ট বেবি বাম্প নিয়ে সামনে এসেছিলেন নায়িকা । তাঁর চোখে-মুখে অপার্থিব ঔজ্জ্বল্য । প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট ধরা পড়ছে । সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মন ভাল রাখতে বাগানের পরিচর্যায় ব্যস্ত নায়িকা । আবার কখনও পুরনো পুল ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন । লিখেছেন, ‘ঝুঁকি না নিলে, গল্প হবে না।’ কখনও বা শান্তীর প্রতীক বুদ্ধ মূর্তির শরানাপন্ন হয়েছেন । এ বারও তাঁর ব্যক্তিক্রম হল না । সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ফের জোরালো বার্তা দিলেন নুসরত । মনের কথা ফের আরও একবার তুলে ধরলেন নেট দুনিয়ার পর্দায় । এ দিন ইনস্টা হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন নায়িকা-সাংসদ । সাদা ক্রচেডের স্রাগ, খোলা চুলে নো-মেকআপ লুক, সামনে ভার্জিন মোহিতো । সবচেয়ে আকর্ষণীয় নুসরতের পোস্টের ক্যাপশন গুলি । এই ছবির নীচে তিনি লিখলেন, ‘আমি নিজেকে বিশ্বাস করি ।’ বিতর্ক, সমালোচনা, কাদা ছোড়াছুড়ি থেকে যেন কয়েক আলোকবর্ষ দূরে তিনি ।
advertisement
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

advertisement
জানা গিয়েছে, নুসরত বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা। আগামী সেপ্টেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি । কিন্তু এখনও নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করেননি ‘যশরত’ । বিতর্ক উঠেছে লোকসভায় নুসরত নিজেকে বিবাহিত বলে পরিচয় দেওয়া নিয়েও । কারণ কিছুদিন আগেই নুসরত মিডিয়ায় বিবৃতি দিয়ে তুরস্কে হওয়া তাঁর সঙ্গে নিখিল জৈনের বিয়েকে অস্বীকার করেছিলেন । তাঁরা সহবাস করেছেন, বিয়ে নয়, এমনটাই জানিয়েছেন নায়িকা । কিন্তু তা সত্ত্বেও কেন শাঁখা, সিঁদুর পরে লোকসভায় শপথ নিয়েছিলেন নুসরত, কেনই বা তাঁর স্বামীর নামের পাশে জ্বলজ্বল করছিল নিখিল জৈনের নাম...তা নিয়েই এখন তোলপাড় চলছে রাজনৈতিক মহলে । তবে বিতর্ক, প্রশ্ন, সমালোচনা, আক্রমণ যতই হোক না কেন, তাঁর সন্তানের পিতৃ পরিচয় এখনও সামনে আনেননি নুসরত ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan: ‘নিজেকে বিশ্বাস করি’, সোশ্যাল মিডিয়ায় মনের কথা বললেন অন্তঃসত্ত্বা নুসরত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement