শুভশ্রী আর মিমির মধ্যে যা ঘটল...! টলিউডের মাথায় হাত !

Last Updated:
#কলকাতা: কিছুদিন আগেই মিরাকল ঘটিয়েছেন রাজ চক্রবর্তী ! একই ভিডিওতে এনেছেন শুভশ্রী আর মিমিকে! জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ‘জয় জয় মা দুর্গা’ নামের নতুন পুজোর ভিডিও-তে দেখা মিলেছে তাঁদের। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট! হবে না-ই বা কেন ? রাজ চক্রবর্তীর 'প্রাক্তন' আর বর্তমান একই সঙ্গে ...দর্শকের উত্তেজনা তো তুঙ্গে থাকবেই! কিন্তু, প্রধান জায়গাতেই ধাক্কা খেলেন দর্শক ! একই ভিডিওতে থাকলেও এক ফ্রেমে দেখা গেল না দুই সুন্দরীকে।
কিন্তু কেন? শোনা যাচ্ছে, কয়েকদিন আগেই মিমি-রাজ-শুভশ্রীর ত্রিকোণ সম্পর্কের জেরে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা দেখেছে ইন্ডাস্ট্রি ! সেই বরফ এখনও গলেনি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির বড় অংশ। এই ভিডিওটির পরিচালক রাজ। কিন্তু ইউনিটের এক সদস্যর থেকে জানা যায়, মিমির শুটিংয়ের সময় রাজ নাকি পরিচালকের সিট-এ ছিলেন না। তবে, ইন্ডাস্ট্রির দুই নামীদামি নায়িকার মধ্যে এরকম সম্পর্কে মোটেও খুশি নয় বাংলা ছবির অনেকেই ! তাঁরা মনে করছেন, ভবিষ্যতে যদি কোনও ছবিতে মিমি-শুভশ্রীকে একসঙ্গে কাস্ট করার কথা ভাবা হয়, সেক্ষেত্রেও তো সমস্যা হতে পারে!
advertisement
একসময়ে রাজ-মিমির প্রেম ছিল টলিউডের সবথেকে বড় 'গসিপ'-এর বিষয়! কিন্তু হঠাৎ করেই সিন-এ এন্ট্রি নিলেন শুভশ্রী। মিমিও অন্য পথে হাঁটা দিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! অবশেষে গাটছড়া বাঁধলেন রাজ-শুভশ্রী! কিন্তু বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন না মিমি। তিনি তখন বাইরে, মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন! এই ভিডিওতেও মিমি, শুভশ্রীকে একসঙ্গে দেখা গেল না! তা হলে ?
advertisement
advertisement
প্রশ্নটা সহজ, উত্তরটাও জানা !
দেখুন ভিডিও--
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভশ্রী আর মিমির মধ্যে যা ঘটল...! টলিউডের মাথায় হাত !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement