• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বহুদিন ছেড়েছেন অভিনয়, এখন কেমন দেখতে হয়েছেন সুপারহিট নায়িকা মিঠু মুখোপাধ্যায়?

বহুদিন ছেড়েছেন অভিনয়, এখন কেমন দেখতে হয়েছেন সুপারহিট নায়িকা মিঠু মুখোপাধ্যায়?

Photo Collected

Photo Collected

 • Share this:

  #কলকাতা: তার ছবি একের পর এক হিট৷ বাংলার এক সময়ের হিট নায়িকা মিঠু মুখোপাধ্যায় অনেকদিনই ছেড়েছেন অভিনয়৷ কোনভাবে স্ক্রিনে দেখা যায় না তাকে৷ মর্জিনা আব্দুল্লা সিনেমায় মর্জিনা হিসেবে তার ভূমিকা বা মৌচাক ছবিতে তার গলায় বেশ করেছি প্রেম করেছি গানটি কোনও দিনই ভুলতে পারবেন না বাংলার দর্শক৷ ঠিক যেন বাড়ির পাশের মিষ্টি মেয়ে, এমনই ইমেজ ছিল মিঠু মুখোপাধ্যায়ের৷ সেই মতো মিষ্টি মেয়ের চরিত্রে তিনি ছিলেন খুবই মানানসই৷

  কিন্তু এছাড়াও মহিলা কেন্দ্রিক ছবিতে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন মিঠু৷ স্বয়মসিদ্ধা ছবিতে তিনি অভিনয় করেছিলেন এক মানসিক ভারসাম্যহীনের স্ত্রী হিসেবে৷ এছাড়াও ছিল দু’জনে, প্রার্থনা, ফাদার ছবিতে তার অভিনয় ছিল নজর কাড়া৷ শুধুমাত্র বাংলা ছবি নয়৷ হিন্দি ছবিতে দেখা গিয়েছে তাকে৷ বাসু চট্টোপাধ্যায়ের ছবি দিল্লাগি, সাফেদ ঝুট বা খান দোস্ত ছবিতে দারুণ সাড়া ফেলছিলেন মিঠু৷

  কিন্তু তার অভিনয় জীবন ছিল খুবই স্বল্প সময়ের৷ আশ্রিতা ছবির পর আর তাকে স্ক্রিনে দেখা যায়নি৷ এখন কেমন রয়েছেন মিঠু৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেমন দেখতে হয়েছে সুন্দরীকে? সেই ছবিই এখন ভাইরাল হয়েছে৷ দেখে নিন আপনার প্রিয় অভিনেত্রী এখন কেমন দেখতে...

  আরও পড়ুন জোর করে দু’বার গর্ভপাত করিয়েছিল!...জনপ্রিয় গায়ককে নিয়ে বিস্ফোরক 'হাঁটুর বয়সী' গার্লফ্রেন্ড

  মিঠু মুখোপাধ্যায়ের এই ছবি ফেসবুকে এখন ভাইরাল৷ পুরনো ছবিটির সঙ্গে এখনকার ছবি দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে তিনি কতটা বদলেছেন৷ অনেকেই তার এই ছবি নিজের পেজে শেয়ার করেছে৷ তবে এই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷
  First published: