Rani Rashmoni Serial: শীঘ্রই শেষ হতে চলেছে ‘রাণী রাসমণী’! নতুন প্রোমোতে মিলল অভাস

Last Updated:

২০১৭ সালের ২৪ জুলাই শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা । সে দিন থেকে আজ পর্যন্ত, টানা ৪ বছর ধরে নিজের জনপ্রিয়তা অটুট রেখেছে এই সিরিয়াল ।

#কলকাতা: বহু বছর ধরে দর্শকদের একান্ত প্রিয় আর আপন হয়ে উঠেছে এই ধারাবাহিক । ঐতিহাসিক চরিত্র রাণী রাসমণির জীবন অবলম্বনে তৈরি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’ । ২০১৭ সালের ২৪ জুলাই শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা । সে দিন থেকে আজ পর্যন্ত, টানা ৪ বছর ধরে নিজের জনপ্রিয়তা অটুট রেখেছে এই ডেইলি সোপ ।
কিন্তু সেই ধারাবাহিকই নাকি এ বারের শেষের দিকে । বহু বছরের যাত্রাপথ শেষ হতে চলেছে শীঘ্রই, এমনটাই অনুমান করছেন দর্শকরা । সেই অনুমানের ভিত্তি হল, সম্প্রতি চ্যানেলে সম্প্রচারিত হওয়া একটি নতুন প্রোমো । ‘রাণী রাসমণি’র সেই নতুন প্রোমোটি দেখেই মন খারাপ দর্শকদের । সেই প্রোমোতে দেখানো হয়েছে, দক্ষিণেশ্বরের মা ভবতারিনী রাণী’কে নিজের কাছে ডেকে নিচ্ছেন । তিনি বলছেন, রাণীর জীবনকাল এ বার শেষ হয়ে এসেছে । এ বার পৃথিবী ছেড়ে যেতে হবে তাঁকে । আর রাণীমা-ও বলছেন যে, তিনি প্রস্তুত । সিরিয়ালের গল্প অনুযায়ী, এখন সংসার, সম্পত্তি ছেড়ে সর্বত্যাগী হয়েছেন রাণীমা । ইতিহাস বলছে এ বারই রাসমণির জীবনাবসান হওয়ার কথা । আর তিনি মারা গেলে এই ধারাবাহিকও যে শেষ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না । এই প্রোমো সম্প্রচারিত হওযার পর থেকেই তাই মন খারাপ রাসমণি ভক্তদের ।
advertisement
advertisement
রাণীর ছোটবেলা থেকে কৈশোর, যৌবন, বার্ধক্য সবটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে । সিরিয়ালের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায় বিগত চার বছর ধরে এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় দূর্দান্ত অভিনয় করে চলেছেন । পাশাপাশি রাণীর স্বামী, মেয়ে, জামাই, নাতি-নাতনি, নাত বৌ, নাত জামাইরা সকলেই যেন এত বছর ধরে দর্শকদের পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছিলেন । তাই এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই মন খারাপ সকলের । তবে রাণী রাসমণি শেষ হয়ে যাওয়ার ব্যাপারে চ্যানেলের তরফে এখনও কিছুই জানানো হয়নি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Rashmoni Serial: শীঘ্রই শেষ হতে চলেছে ‘রাণী রাসমণী’! নতুন প্রোমোতে মিলল অভাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement