হোম /খবর /বিনোদন /
আমি আর সৃজলা একসঙ্গে পর্দায় এলে সেটা ধামাকদার কিছু হবে: রোহন

আমি আর সৃজলা একসঙ্গে পর্দায় এলে সেটা ধামাকদার কিছু হবে: রোহন

সৃজলা আর রোহনের খুনসুটি । ছবি- ইনস্টাগ্রাম ।

সৃজলা আর রোহনের খুনসুটি । ছবি- ইনস্টাগ্রাম ।

একই স্লট, চ্যানেল আলাদা । বাস্তবের কপোত-কপোতী এ বার যুযুধান দু’পক্ষ । ‘মন ফাগুন’ আর ’অপরাজিতা অপু’ নিয়ে দর্শকদের সামনে রোহন (Rohaan Bhattacharjee)-সৃজলা (Srijla Guha)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজই সেই বহু প্রতীক্ষিত ২৬ জুলাই । আজই স্টার জলসায় যাত্রা শুরু করতে চলেছে ‘মন ফাগুন’ (Mon Phagun)। ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেমের গল্প শোনাবে নতুন এই ধারাবাহিক । হৃষিরাজের ভূমিকায় থাকছেন সকলের প্রিয় ‘উজান স্যার’ অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) আর পিহু’র ভূমিকায় দেখা যাবে নবাগতা সৃজলা গুহ (Srijla Guha)’কে । সোমবার থেকে রাত সাড়ে আটটায় এই ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হবে । আর অন্যদিকে, বাংলা ধারাবাহিকের অন্য এক যুযধান চ্যানেলের একই স্লটে রয়েছে ‘অপরাজিতা অপু’ ।

অনেকেই হয়তো জানেন না জি বাংলার এই ধারাবাহিকটির নায়ক ‘দিপু’ অর্থাৎ রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) আর ‘মন ফাগুন’-এর ‘পিহু’ অর্থাৎ সৃজলা, ছোট থেকেই একে অপরকে চেনেন । দীর্ঘ ৭ বছর ধরে প্রেমের সম্পর্কেও রয়েছেন এই লভ বার্ডস । কিন্তু রিল লাইফে এ বার তাঁরাই যেন সম্মুখ সমরে । তবে নায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানিয়ে দেন, চ্যানেলের স্লটের ব্যাপারে তাঁরা আগে থেকে অবগত থাকেন না । ব্যাপারটা পুরোটাই কাকতালীয় । তবে স্লট এক হলেও এর মধ্যে লড়াইয়ের কোনও প্রশ্ন নেই ।

View this post on Instagram

A post shared by (@srijlaguha)

রোহন-সৃজলা অনেক ছোট থেকে একে অপরের পরিচিত । সৃজলা রোহনের থেকে ছয় বছরের ছোট । রোহন-সৃজলার প্রেমটা একেবারে টিনএজ প্রেম । কিন্তু এত বছরেও তাতে বয়সের ছাপ পড়েনি । প্রথমে নিজের প্রেম নিয়ে মুখ খুলতে একটু লজ্জা পাচ্ছিলেন পর্দার দিপু । পড়ে অবশ্য স্পষ্ট উচ্ছ্বাসের আভাস পাওয়া গেল তাঁর গলায় । প্রেমিকা প্রথম ছোট পর্দায় পা রাখতে চলেছে বলে কথা ।

নিউজ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রোহন জানালেন, ‘‘অনেকগুলো বছর হয়ে গেল । ও খুব ছোট ছিল । আমার সামনে মাধ্যমিক দিয়েছে সৃজলা । ওঁকে আমি চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি । পড়াশোনা ছাড়া কিছু বোঝে না ও । ক্লাস টেনে ৱ্যাঙ্ক করেছিল । দারুণ লেখে ও। দু’বছর মেডিক্যাল পড়েও ছেড়ে দিয়ে মডেলিংয়ে চলে আসে’’, বলতে বলতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন রোহন ।

তবে এখানেই শেষ নয়, রোহন’কে সব দিক দিয়েই আগলে রাখেন সৃজলা । তারও প্রমাণ পাওয়া গেল নায়কের কথায়। কিছুদিন আগেই বাবা’কে হারিয়ে খুবই ভেঙে পড়েছিলেন রোহন । কারণ বাবাই ছিলেন তাঁর অভিনয়ে আসার মূল অনুপ্রেরণা । বাপি’কে খুব ভালবাসতেন তিনি । সে সময় সৃজলা না থাকলে নিজেকে সামলাতে পারতেন না । অকপট স্বীকারোক্তি ‘দিপু’র গলায় । বললেন, ‘‘আমাদের পুরো বাড়িটাই ও সামলায় । এখন থেকেই । কিছুদিন আগে আমি আমার বাবা’কে হারিয়েছিলাম । সে সময় নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না । আমাকে, আমার মা’কে, বাড়ির প্রতিটা দিক সৃজলা সামলেছে । বাপি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালে । ডাক্তারের কাছে ছোটাছুটি থেকে হাসপাতাল-বাড়ি, সবটা ও দায়িত্ব নিয়ে করেছে । এই কিছু কিছু ঘটনা ভোলা যায় না । আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ ওঁর কাছে । আমি আরও ভালবেসে ফেলেছি ওঁকে । আমি জানি ওঁ খুব ভাল করে কাজ করবে । কারণ সৃজলা যেটাই করে সেটা সফল না হয়ে যাবে না (হাসি) ।’’

ভিন্ন দুই চ্যানেলে, একই স্লটে তো আসা হল । কিন্তু দর্শকরা রিল লাইফের জুটিকে কবে পর্দায় দেখবে? প্রশ্ন শুনেই রোহনের গলায় সাবলীল উৎসাহ । ‘‘আমি আর সৃজলা একসঙ্গে পর্দায় এলে সেটা অবশ্যই ধামাকদার কিছু হতে হবে ।’’

Published by:Simli Raha
First published:

Tags: Rohaan bhattacharjee, Srijla Guha