#কলকাতা: আজই সেই বহু প্রতীক্ষিত ২৬ জুলাই । আজই স্টার জলসায় যাত্রা শুরু করতে চলেছে ‘মন ফাগুন’ (Mon Phagun)। ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেমের গল্প শোনাবে নতুন এই ধারাবাহিক । হৃষিরাজের ভূমিকায় থাকছেন সকলের প্রিয় ‘উজান স্যার’ অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) আর পিহু’র ভূমিকায় দেখা যাবে নবাগতা সৃজলা গুহ (Srijla Guha)’কে । সোমবার থেকে রাত সাড়ে আটটায় এই ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হবে । আর অন্যদিকে, বাংলা ধারাবাহিকের অন্য এক যুযধান চ্যানেলের একই স্লটে রয়েছে ‘অপরাজিতা অপু’ ।
অনেকেই হয়তো জানেন না জি বাংলার এই ধারাবাহিকটির নায়ক ‘দিপু’ অর্থাৎ রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) আর ‘মন ফাগুন’-এর ‘পিহু’ অর্থাৎ সৃজলা, ছোট থেকেই একে অপরকে চেনেন । দীর্ঘ ৭ বছর ধরে প্রেমের সম্পর্কেও রয়েছেন এই লভ বার্ডস । কিন্তু রিল লাইফে এ বার তাঁরাই যেন সম্মুখ সমরে । তবে নায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানিয়ে দেন, চ্যানেলের স্লটের ব্যাপারে তাঁরা আগে থেকে অবগত থাকেন না । ব্যাপারটা পুরোটাই কাকতালীয় । তবে স্লট এক হলেও এর মধ্যে লড়াইয়ের কোনও প্রশ্ন নেই ।
View this post on Instagram
রোহন-সৃজলা অনেক ছোট থেকে একে অপরের পরিচিত । সৃজলা রোহনের থেকে ছয় বছরের ছোট । রোহন-সৃজলার প্রেমটা একেবারে টিনএজ প্রেম । কিন্তু এত বছরেও তাতে বয়সের ছাপ পড়েনি । প্রথমে নিজের প্রেম নিয়ে মুখ খুলতে একটু লজ্জা পাচ্ছিলেন পর্দার দিপু । পড়ে অবশ্য স্পষ্ট উচ্ছ্বাসের আভাস পাওয়া গেল তাঁর গলায় । প্রেমিকা প্রথম ছোট পর্দায় পা রাখতে চলেছে বলে কথা ।
নিউজ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রোহন জানালেন, ‘‘অনেকগুলো বছর হয়ে গেল । ও খুব ছোট ছিল । আমার সামনে মাধ্যমিক দিয়েছে সৃজলা । ওঁকে আমি চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি । পড়াশোনা ছাড়া কিছু বোঝে না ও । ক্লাস টেনে ৱ্যাঙ্ক করেছিল । দারুণ লেখে ও। দু’বছর মেডিক্যাল পড়েও ছেড়ে দিয়ে মডেলিংয়ে চলে আসে’’, বলতে বলতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন রোহন ।
View this post on Instagram
তবে এখানেই শেষ নয়, রোহন’কে সব দিক দিয়েই আগলে রাখেন সৃজলা । তারও প্রমাণ পাওয়া গেল নায়কের কথায়। কিছুদিন আগেই বাবা’কে হারিয়ে খুবই ভেঙে পড়েছিলেন রোহন । কারণ বাবাই ছিলেন তাঁর অভিনয়ে আসার মূল অনুপ্রেরণা । বাপি’কে খুব ভালবাসতেন তিনি । সে সময় সৃজলা না থাকলে নিজেকে সামলাতে পারতেন না । অকপট স্বীকারোক্তি ‘দিপু’র গলায় । বললেন, ‘‘আমাদের পুরো বাড়িটাই ও সামলায় । এখন থেকেই । কিছুদিন আগে আমি আমার বাবা’কে হারিয়েছিলাম । সে সময় নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না । আমাকে, আমার মা’কে, বাড়ির প্রতিটা দিক সৃজলা সামলেছে । বাপি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালে । ডাক্তারের কাছে ছোটাছুটি থেকে হাসপাতাল-বাড়ি, সবটা ও দায়িত্ব নিয়ে করেছে । এই কিছু কিছু ঘটনা ভোলা যায় না । আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ ওঁর কাছে । আমি আরও ভালবেসে ফেলেছি ওঁকে । আমি জানি ওঁ খুব ভাল করে কাজ করবে । কারণ সৃজলা যেটাই করে সেটা সফল না হয়ে যাবে না (হাসি) ।’’
View this post on Instagram
ভিন্ন দুই চ্যানেলে, একই স্লটে তো আসা হল । কিন্তু দর্শকরা রিল লাইফের জুটিকে কবে পর্দায় দেখবে? প্রশ্ন শুনেই রোহনের গলায় সাবলীল উৎসাহ । ‘‘আমি আর সৃজলা একসঙ্গে পর্দায় এলে সেটা অবশ্যই ধামাকদার কিছু হতে হবে ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rohaan bhattacharjee, Srijla Guha