Durga Puja 2021|| 'পুজোয় পথশিশুদের নিয়ে একটা লাঞ্চ মাস্ট', ষষ্ঠী-দশমীর প্ল্যানিং জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

Last Updated:

Tollywood actress Priyanka Bhattacharjee Durga Puja 2021 Planning: অন্যান্যবারের পুজোর তুলনায় এ বারে প্রিয়াঙ্কা অনেক অনেক বেশি উত্তেজিত এবং ব্যস্ত প্রিয়াঙ্কা। কারণ এ বারে পুজোয় তাঁর অভিনীত সিনেমা ক্রাইম থ্রিলার 'FIR' রিলিজ করছে।

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
#কলকাতা: 'পুজোয় (Durga Puja 2021) বাড়ির সকলের জন্য কেনাকাটি (Pujo Shopping) করব। তবে নিজের জন্য কিছুই কিনব না। তার বদলে আগেরবার যেমন একটা দিন দুপুরে গড়িয়াহাটের ফুটপাথের বাচ্চাদের নিয়ে খাওয়া-দাওয়া করে সময় কাটিয়েছিলাম, এ বারেও তেমনই কিছু করার প্ল্যান আছে', নিউজ 18 বাংলা ডিজিটালের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন টলিউডের (Tollywood Actress) জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। তবে কাজের চাপে কোনদিনে ওদের সঙ্গে কাটাবো বা মেনু কী হবে তা এখনও ঠিক হয়নি।
অন্যান্যবারের পুজোর তুলনায় এ বারে প্রিয়াঙ্কা অনেক অনেক বেশি উত্তেজিত এবং ব্যস্ত প্রিয়াঙ্কা। কারণ এ বারে পুজোয় তাঁর অভিনীত সিনেমা ক্রাইম থ্রিলার 'FIR' রিলিজ করছে। তাও আবার প্রথমবার। সিনেমার প্রমোশন, ইভেন্ট নিয়ে দিন কাটছে। ফলে পুজো শপিংয়ের এখনও সময় পাননি। 'FIR'র অভিনেত্রী (Priyanka Bhattacharjee) বলেন (প্রচন্ড উত্তেজিত হয়ে), এ বারের পুজোটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশ্যাল। কারণ প্রথমবার কোনও পুজোয় আমার সিনেমা রিলিজ করছে।'
advertisement
advertisement
পুজোয় কী প্ল্যান (Durga Puja 2021 Planning)?
প্রিয়াঙ্কা (Priyanka Bhattacharjee) জানিয়েছেন, প্রতিবার পুজোয় অনেক অনেক প্ল্যান থাকে। এ বারেও আছে। বাবা-মা-ভাইয়ের সঙ্গে খেতে যাব। রাতে ঠাকুর দেখব। বন্ধুদের সঙ্গে আড্ডা মারব, প্ল্যান্ডেলে রাজ জেগে ঘুরব। আমার টিমের সকলের সঙ্গে একটা দিন কাটাবো। প্রিয় বন্ধু দু'দিনের জন্য আসছে দিল্লি থেকে। তাই একটা দিন পুরো ওঁর। ঠিক করেছি অষ্টমীর দিন সকালে দু'জনেই শাড়ি পড়ব। তারপর অঞ্জলি দেব। রাতে ট্রেডিশনাল কিছু পরব। তারপর ঠাকুর দেখব, বিরিয়ানি খাব, আড্ডা দেব, ফুচকা খাব। এ ছাড়াও প্রিয়াঙ্কার নিজের হাওড়ার আন্দুলের বাড়িতে বিপত্তারিনী মন্দির রয়েছে। সেখানে ধুমধাম করে দুর্গাপুজো হয় প্রতিবছর। ফলে সেখানেও ব্যস্ততা থাকে।
advertisement
পুজোর দিন মানেই অভিনেত্রীর (Priyanka Bhattacharjee) কাছে পছন্দের পোশাক শাড়ি বা সালোয়ার বা অন্য কোনও ট্রেডিশনাল আউটফিট। 'মারাদোনার জুতো ' অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন, "আমি শাড়ি পরতে ভীষণ ভালবাসি। তাই শাড়ি পরব। আর তা না পরলে অবশ্যই ইন্ডিয়ান ওয়্যার। সিফনের শাড়ি পড়তে খুব ভালবাসি, একটা ঝুমকা, আর ব্যাকলেস ব্লাউজ, ব্যাস! আর কি চাই...পুজোর সময় আমার ওয়েস্টার্ন পরতে একেবারে ভাল লাগে না।'
advertisement
পুজো মানেই পেটপুজো। প্রিয়াঙ্কার কাছেও কী তাই? হাসতে হাসতে নায়িকা বলছেন, 'অবশ্যই। আমার মা দারুন কুক। নবমীর দুপুরে মায়ের হাতের ঠাকুরবাড়ির পোলাও আর কচি পাঁঠার মাংসের কোনও তুলনা নেই। কোনও রেস্তোরাঁয় এই স্বাদ পাওয়া যায় না। এ ছাড়া ওই সময়ে 'নো ডায়েট'। যা ইচ্ছা করবে যখন, তখন সেটাই খাব। আগের বছরে করোনার জন্য সকলের বাড়িতে বসে পুজো কেটেছে। ফলে এ বারে সবাই মিলে দারুন একটা পুজো কাটাবো, সেই আশায় আছি।'
advertisement
শুভাগতা দে  
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durga Puja 2021|| 'পুজোয় পথশিশুদের নিয়ে একটা লাঞ্চ মাস্ট', ষষ্ঠী-দশমীর প্ল্যানিং জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement