Bengali Web Series: বন্ধুর প্রেমিকাকে নিয়ে বেজায় বিতর্ক, জোর ফেঁসেছেন রাজদীপ! দেখুন
- Published by:Pooja Basu
Last Updated:
দুয়ারে বৌমা ট্রেলারটি পছন্দ হয়েছে নেটিজেনদের৷
#কলকাতা: বন্ধুর প্রেমিকাকে তাঁর প্রেমিকা ভেবে খুব ভুল করছেন রাজদীপ ওরফে খোকনের মা! এর ওপর মেয়েটি আবার বিদেশিনী! তাই বাড়িতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে খোকন বা সাগ্নিকের প্রাণ৷ তবে মাকে বুঝিয়ে বলতেও পারছেন না যে এই মেয়ে তাঁর বান্ধবী বা প্রেমিকা নন৷ ইনি বন্ধুর গার্লফ্রেন্ড৷ এই সব নিয়ে চূড়ান্ত ফেঁসে গিয়েছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)! দুয়ারে বৌমা (Duare Bouma Bengali Web Series) ওয়েব সিরিজের রাজদীপ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন৷
মুক্তি পেয়েছে সঞ্জয় ভট্টাচার্য পরিচালিত নতুন ওয়েব সিরিজ দুয়ারে বৌমার ট্রেলার (Duare Bouma trailer)৷ অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত, সৌরভ পালধি, সুচন্দ্রা চৌধুরি, বৃষ্টি রায়, পার্থ মুখোপাধ্যায়, ত্যানিয়ারাদজা কুনগুমা৷ উরিবাবা ইউটিউব চ্যানেলে দেখা যাবে কমেডি ধর্মী এই বাংলা সিরিজটি৷
advertisement
advertisement
বন্ধুর প্রেমিকা বিদেশিনী৷ বন্ধুর অনুরোধে তাঁকে বাড়িত নিয়ে আসার ফলে বাড়ির তৈরি হয় চূড়ান্ত বিভ্রান্তি৷ মায়ের সঙ্গে শুরু হয় মারাত্মক ভুল বোঝাবুঝি৷ কারণ বন্ধুর প্রেমিকারে মাও নিজের ছেলের বৌ হিসেবে ভাবতে শুরু করেন৷ অন্যদিকে এসবের মাঝে দুই বন্ধুর মধ্যে ফের একবার শুরু হয় দ্বন্দ্ব৷ এই সিরিজে দুই বন্ধু হলেন রাজদীপ ও সৌরভ (Saurav Palodhi)৷ খুবই হাসির এই সিরিজের মোড়কে আদতে উঠে আসবে আধুনিক মধ্যবিত্ত জীবনের সমস্যা৷
advertisement
ছবির চিত্রগ্রাহক তুহিন সাহা৷ সম্পাদনার দায়িত্বে বিজয় রুজ৷ সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক সাহা৷ দুয়ারে বৌমা ট্রেলারটি পছন্দ হয়েছে নেটিজেনদের৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2021 9:51 AM IST