কোনও পোস্টার নেই। হবেও না, কারণ বাজেট নেই, কেন বললেন স্বস্তিকা
Last Updated:
#কলকাতা: মার্চের ২৯ তারিখ রিলিজ করবে সাংবাদিক পরিচালক সুদীপ্ত রায়ের ছবি, 'কিয়া এবং কসমস'। এর আগে পরিচালক দুটো শর্ট ফিল্ম বানিয়েছেন। তবে বড় পর্দায় এটাই তাঁর প্রথম ছবি। এই ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋত্বিকা পাল। কিয়া স্পেশ্যাল চাইল্ড। সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সে তার মায়ের সঙ্গেই থাকে। কিয়া ভালবাসে মিউজিক শুনতে আর অঙ্ক করতে। তাঁর জীবনে বন্ধু বলতে তাঁর স্কুলের টিচার ও এক রিক্সাওয়ালা। আর পাশের বাড়ির বেড়াল 'কসমস'। একদিন 'কসমস' কে কেউ খুন করে। ভেঙে পড়ে কিয়া। তারপর সে নিজের সব বাঁধা কাটিয়ে তদন্তে নামে কিয়া। কসমসের খুনের রহস্য খুঁজতে গিয়ে অন্য তদন্তে জড়িয়ে পড়ে সে। বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর'-এর ছোট গল্প 'বেড়াল' অবলম্বনে এই গল্প লিখেছেন পরিচালক।
কিয়ার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিকা পাল। আর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, "কোনও পোস্টার নেই। হোর্ডিং নেই। হয়তো হবেও না, কারণ বাজেট নেই। কিন্তু তাতে ভাল সিনেমা তৈরির প্রতি আমাদের বিশ্বাসকে আটকানো যাবে না। আপনিও যদি একই কথা বিশ্বাস করেন, ছবিটি দেখুন।" ছবির বাজেট নেই বলে এই আক্ষেপ করেন স্বস্তিকা। তবে বাজেট যাই হোক ছবিটা যে ভাল হবে তা বোঝা যাচ্ছে। এখন অপেক্ষা শুধু ২৯ মার্চের।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 12:54 PM IST