কোনও পোস্টার নেই। হবেও না, কারণ বাজেট নেই, কেন বললেন স্বস্তিকা

Last Updated:
#কলকাতা: মার্চের ২৯ তারিখ রিলিজ করবে সাংবাদিক পরিচালক সুদীপ্ত রায়ের ছবি, 'কিয়া এবং কসমস'। এর আগে পরিচালক দুটো শর্ট ফিল্ম বানিয়েছেন। তবে বড় পর্দায় এটাই তাঁর প্রথম ছবি। এই ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋত্বিকা পাল। কিয়া স্পেশ্যাল চাইল্ড। সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সে তার মায়ের সঙ্গেই থাকে। কিয়া ভালবাসে মিউজিক শুনতে আর অঙ্ক করতে। তাঁর জীবনে বন্ধু বলতে তাঁর স্কুলের টিচার ও এক রিক্সাওয়ালা। আর পাশের বাড়ির বেড়াল 'কসমস'। একদিন 'কসমস' কে কেউ খুন করে। ভেঙে পড়ে কিয়া। তারপর সে নিজের সব বাঁধা কাটিয়ে তদন্তে নামে কিয়া। কসমসের খুনের রহস্য খুঁজতে গিয়ে অন্য তদন্তে জড়িয়ে পড়ে সে। বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর'-এর ছোট গল্প 'বেড়াল' অবলম্বনে এই গল্প লিখেছেন পরিচালক।
কিয়ার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিকা পাল। আর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, "কোনও পোস্টার নেই। হোর্ডিং নেই। হয়তো হবেও না, কারণ বাজেট নেই। কিন্তু তাতে ভাল সিনেমা তৈরির প্রতি আমাদের বিশ্বাসকে আটকানো যাবে না। আপনিও যদি একই কথা বিশ্বাস করেন, ছবিটি দেখুন।" ছবির বাজেট নেই বলে এই আক্ষেপ করেন স্বস্তিকা। তবে বাজেট যাই হোক ছবিটা যে ভাল হবে তা বোঝা যাচ্ছে। এখন অপেক্ষা শুধু ২৯ মার্চের।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোনও পোস্টার নেই। হবেও না, কারণ বাজেট নেই, কেন বললেন স্বস্তিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement