#কলকাতা: বাঙালি দর্শকের ভারী পছন্দের নায়িকা মনামী ঘোষ, দীর্ঘদিন ধরেই বড় পর্দা, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন। এই মুহূর্তে তাঁর ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’ বঙ্গ ড্রয়িংরুমের হটকেক! তবে শুধু অভিনয় নয়, মনামী নাচেও তুখড়! শুতু সিনেমা বা সিরিয়াল নয়, নানা অ্যাওবার্ড ফাংশন, ইভেন্টে সুন্দরীর নাচ দেখতে মুখিয়ে থাকেন ফ্যানেরা! তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ! নিত্যনতুন নানারকম আপডেট দিতে থাকেন! সম্প্রতি মনামী শেয়ার করলেন ১৯৬৭ সালে মুক্তি পায়া তুমুল জনপ্রিয় সিনেমা 'জুয়েল থিফ'-এর ততোধিক জনপ্রিয় গানে 'হোটো মে অ্যায়সি বাত'-এর সঙ্গে তাঁর ধামাকাদার নাচ! যেমন স্টেপস, তেমনি এক্সপ্রেশন...এককথায়, মনামীর নাচ দেখতে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্র্যাফিক জ্যাম... লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক, ভিউ, শেয়ার...
দেখুন মনামীর নাচের ভিডিও--
View this post on Instagram
View this post on Instagram
লকডাউনে বিপুল জনপ্রিয় হওয়া বাদশাহ ও জ্যাকলিন ফার্নান্ডেজের গান ‘গেন্দা ফুল’-এর তালে মনামীর নাচও অনুরাগীদের মধ্যে সুপারহিট ছিল! লকডাউন খানিক স্বাভাবিক হলেই মনামী পাযি দিয়েচিলেন উত্তরবঙ্গে! সেখানেও শুট করেন একাধিক রিল ভিডিও! প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রথম অভিনয় শুরু মনামীর। উল্লেখ্য ধারাবাহিকগুলি হল সাতকাহন, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, সোনার হরিণ, এক আকাশের নীচে, একদিন প্রতিদিন, বিন্নি ধানের খই। এই মুহূর্তে তাঁর ইরাবতীর চুপকথাও খুব জনপ্রিয়। মনামী বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। যেমন, মাটি, এক মুঠো ছবি, বেলা শেষে, ওগো বধূ সুন্দরী, ভূতের ভবিষ্যৎ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।