Viral: মাথায় বোতল রেখে দারুণ 'খেল' দেখালেন অভিনেত্রী উষসী! দেখুন ভিডিও

Last Updated:

অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ প্রচুর ভক্ত এই ভিডিওটি পছন্দ করেছেন৷

#কলকাতা: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ উষসী রায়৷ কখনও একেবারে ছোট চুলের বকুল হোক তো কখনও প্রথম মহিলা ডাক্তার হিসেবে কাদম্বিনী৷ তিনিই যথেষ্ট হিট৷ টিআরপি রেটিং-এ কিছুটা পিছিয়ে পড়ে দ্রুত বন্ধ হয়ে যায় কাদম্বিনী ধারাবাহিক৷ তবে উষসী কিন্তু হারিয়ে যাননি৷ তাঁকে মাঝেমধ্যেই দেখা যায় টেলিভিশনে৷ কোনও অ্যাওয়ার্ড শো হোক বা অন্য রিয়ালিটি শো, তাঁর উপস্থিতি নজর কাড়ে৷ তারই মাঝে তিনি আবার এক বিনোদন পত্রিকার বিচারে বাংলা টেলিভশনের কাঙ্খিত মুখ হিসেবে উঠে এসেছে৷ পা রেখেছেন ওয়েব প্ল্যাটফর্মে৷ আর তাঁর সোশ্যাল মিডিয়ায় তো ভক্ত সংখ্যা বহু৷ সেখানে কোনও পোস্ট দিলেই মুহূর্তে হয় ভাইরাল৷ ঠিক এই ভিডিওটি যেমন৷
মাটিতে শুয়ে রয়েছেন উষসী৷ কপালে একটি খালি বোতল৷ সেই খালি বোতল নিয়েই ধীরে ধীরে তিনি উঠে দাঁড়াবেন৷ এটাই চ্যালেঞ্জ তাঁর সামনে৷ এটাকে বলে ব্যালেন্স অ্যাক্ট৷ অর্থাৎ তাল সামলে বোতলটিকে না ফেলে দিয়ে তিনি উঠে দাঁড়াবেন৷ তবে এর জন্য প্রয়োজন অধ্যাবসায়, ধৈর্য এবং স্থির লক্ষ্য৷ তার সঙ্গে অবশ্যই ফিটনেস দরকার৷ কারণ শরীর ফিট না থাকলে এভাবে মাটি থেকে সোজা উঠে দাঁড়াতেই পারবেন না কেউ৷ উষসী যেন খুব অনায়াসে করে ফেললেন কাজটি৷ দেখে খুব সহজ মনে হলেও, এই কাজটি আদৌ সহজ নয়৷ নিপুন ভাবে এমন খেল দেখানোর জন্য উষসীকে বাহবা দিতেই হবে৷
advertisement
advertisement
advertisement
অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ প্রচুর ভক্ত এই ভিডিওটি পছন্দ করেছেন৷ উষসীর এমন ফিটনেস দেখে অনেক ভক্ত অনুপ্রাণিত৷ তবে এটাও ঠিক যে, উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে এই ধরণের চর্চা বাড়িতে না করাই ভাল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: মাথায় বোতল রেখে দারুণ 'খেল' দেখালেন অভিনেত্রী উষসী! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement