Viral: মাথায় বোতল রেখে দারুণ 'খেল' দেখালেন অভিনেত্রী উষসী! দেখুন ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ প্রচুর ভক্ত এই ভিডিওটি পছন্দ করেছেন৷
#কলকাতা: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ উষসী রায়৷ কখনও একেবারে ছোট চুলের বকুল হোক তো কখনও প্রথম মহিলা ডাক্তার হিসেবে কাদম্বিনী৷ তিনিই যথেষ্ট হিট৷ টিআরপি রেটিং-এ কিছুটা পিছিয়ে পড়ে দ্রুত বন্ধ হয়ে যায় কাদম্বিনী ধারাবাহিক৷ তবে উষসী কিন্তু হারিয়ে যাননি৷ তাঁকে মাঝেমধ্যেই দেখা যায় টেলিভিশনে৷ কোনও অ্যাওয়ার্ড শো হোক বা অন্য রিয়ালিটি শো, তাঁর উপস্থিতি নজর কাড়ে৷ তারই মাঝে তিনি আবার এক বিনোদন পত্রিকার বিচারে বাংলা টেলিভশনের কাঙ্খিত মুখ হিসেবে উঠে এসেছে৷ পা রেখেছেন ওয়েব প্ল্যাটফর্মে৷ আর তাঁর সোশ্যাল মিডিয়ায় তো ভক্ত সংখ্যা বহু৷ সেখানে কোনও পোস্ট দিলেই মুহূর্তে হয় ভাইরাল৷ ঠিক এই ভিডিওটি যেমন৷
মাটিতে শুয়ে রয়েছেন উষসী৷ কপালে একটি খালি বোতল৷ সেই খালি বোতল নিয়েই ধীরে ধীরে তিনি উঠে দাঁড়াবেন৷ এটাই চ্যালেঞ্জ তাঁর সামনে৷ এটাকে বলে ব্যালেন্স অ্যাক্ট৷ অর্থাৎ তাল সামলে বোতলটিকে না ফেলে দিয়ে তিনি উঠে দাঁড়াবেন৷ তবে এর জন্য প্রয়োজন অধ্যাবসায়, ধৈর্য এবং স্থির লক্ষ্য৷ তার সঙ্গে অবশ্যই ফিটনেস দরকার৷ কারণ শরীর ফিট না থাকলে এভাবে মাটি থেকে সোজা উঠে দাঁড়াতেই পারবেন না কেউ৷ উষসী যেন খুব অনায়াসে করে ফেললেন কাজটি৷ দেখে খুব সহজ মনে হলেও, এই কাজটি আদৌ সহজ নয়৷ নিপুন ভাবে এমন খেল দেখানোর জন্য উষসীকে বাহবা দিতেই হবে৷
advertisement
advertisement
advertisement
অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ প্রচুর ভক্ত এই ভিডিওটি পছন্দ করেছেন৷ উষসীর এমন ফিটনেস দেখে অনেক ভক্ত অনুপ্রাণিত৷ তবে এটাও ঠিক যে, উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে এই ধরণের চর্চা বাড়িতে না করাই ভাল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2021 8:01 PM IST