#কলকাতা: শহর কাঁপিয়ে আসছেন মৌ বৌদি (Mou Boudi)৷ ইতিমধ্যেই তাঁর আগাম ঝলক সকলে দেখে নিয়েছেন৷ হট বৌদি অবতারে মনামী ঘোষ (Monami Ghosh) হিট হয়েছেন, প্রোমো মুক্তি থেকেই৷ দুপুর ঠাকুরপোদের ঘুম কাড়তে স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিলা, ফ্লোরা সাইনির পর এবার প্রস্তুত মনামী৷ তাঁর নতুন সিরিজ মৌচাক (Mouchak)৷ ওয়েব প্ল্যাটফর্মে যৌবনের হাতছানি দিতে লাল পাড় সাদা শিফনে ঝড় তুলবেন মনামী ঘোষ (Mouchak Series)৷ ফার্স্ট লুক থেকে নজর কেড়েছেন মনামী৷ এবার সেই সিরিজের একটি গান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী৷ এবং এই গানের লাইনগুলি খুবই দুষ্টু-মিষ্টি৷ লাইনগুলি হচ্ছে, (Ajkey Rate Song)আজকে রাতে জোছনাতে, কেউটে ওঠে বিছানাতে, ছোবল দেবে কে! গানটিতে মনামীকে দেখা গিয়েছে নিজের উষ্ণতা ছড়াতে৷ কখনও তিনি মৌ বৌদি হয়ে জানলার গ্রিল ধরে হাসছেন, কখনও হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন তাঁর আঁচল, কখনও শিলে বাটনা বাটছেন বা হামাল দিস্তায় মশলা পিশছেন! সিরিজে যেমন দেখানো হবে, তারই আগাম ঝলক এটি৷ অর্থাৎ এই সুন্দরী বৌদি সেক্স সিম্বল হিসেবে উঠে আসতে চলেছেন৷ সিরিজের ট্যাগ লাইন 'ও বৌদি...স্বপ্ন সুন্দরী'৷ অতএব এমন অবতারে যে দেখা যাবে মনামীকে, সেটা বলাই বাহুল্য৷ যদিও শুধু ঠাকুরপো-বৌদি খুনসুটি নয়, মৌ বৌদির চরিত্রে ধরা দেবে নানা দিক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Monami Ghosh, Mouchak