• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES BENGALI MOUCHAK SERIES STARRING MONAMI GHOSH AS MOU BOUDI SHARES AJKEY RATE SONG PBD

Mou Boudi: মৌ বৌদি মনামীর বিছানাতে কিলবিলিয়ে উঠল কেউটে! তারপর রাতের বেলা যা হল...

মৌ বৌদি

সিরিজের (Mouchak) ট্যাগ লাইন 'ও বৌদি...স্বপ্ন সুন্দরী'৷ অতএব হট অবতারে যে দেখা যাবে মনামীকে (Monami Ghosh Mou Boudi), সেটা বলাই বাহুল্য৷

 • Share this:

  #কলকাতা: শহর কাঁপিয়ে আসছেন মৌ বৌদি (Mou Boudi)৷ ইতিমধ্যেই তাঁর আগাম ঝলক সকলে দেখে নিয়েছেন৷ হট বৌদি অবতারে মনামী ঘোষ (Monami Ghosh) হিট হয়েছেন, প্রোমো মুক্তি থেকেই৷ দুপুর ঠাকুরপোদের ঘুম কাড়তে স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিলা, ফ্লোরা সাইনির পর এবার প্রস্তুত মনামী৷ তাঁর নতুন সিরিজ মৌচাক (Mouchak)৷ ওয়েব প্ল্যাটফর্মে যৌবনের হাতছানি দিতে লাল পাড় সাদা শিফনে ঝড় তুলবেন মনামী ঘোষ (Mouchak Series)৷ ফার্স্ট লুক থেকে নজর কেড়েছেন মনামী৷ এবার সেই সিরিজের একটি গান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী৷ এবং এই গানের লাইনগুলি খুবই দুষ্টু-মিষ্টি৷ লাইনগুলি হচ্ছে, (Ajkey Rate Song)আজকে রাতে জোছনাতে, কেউটে ওঠে বিছানাতে, ছোবল দেবে কে! গানটিতে মনামীকে দেখা গিয়েছে নিজের উষ্ণতা ছড়াতে৷ কখনও তিনি মৌ বৌদি হয়ে জানলার গ্রিল ধরে হাসছেন, কখনও হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন তাঁর আঁচল, কখনও শিলে বাটনা বাটছেন বা হামাল দিস্তায় মশলা পিশছেন! সিরিজে যেমন দেখানো হবে, তারই আগাম ঝলক এটি৷ অর্থাৎ এই সুন্দরী বৌদি সেক্স সিম্বল হিসেবে উঠে আসতে চলেছেন৷ সিরিজের ট্যাগ লাইন 'ও বৌদি...স্বপ্ন সুন্দরী'৷ অতএব এমন অবতারে যে দেখা যাবে মনামীকে, সেটা বলাই বাহুল্য৷ যদিও শুধু ঠাকুরপো-বৌদি খুনসুটি নয়, মৌ বৌদির চরিত্রে ধরা দেবে নানা দিক৷

  এটা মনামীর প্রথম কাজ ওয়েব প্ল্যাটফর্মে (Monami Ghosh on Web Platform)৷ এর আগে তিনি বেশ কয়েকটি ওয়েব প্ল্যাটমর্ফে সুযোগ পেলেও চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করেননি তিনি৷ তিনি চাইছিলেন কোনও সিরিজে নাম ভূমিকায় অভিনয় করতে৷ সেই কারণে এই ওয়েব সিরিজে তাঁর কাজ করা৷ মৌ বৌদির স্ক্রিপ্ট পড়ে ভাল লাগে মনামীর৷ আপাতত দর্শক দেখে বিচার করুক তাঁদের হট মৌ বৌদি কতটা মন ভোলাতে পারল সকলের৷

  Published by:Pooja Basu
  First published: