সিরিয়ালের পর মিলেছে সিনেমার শ্যুটিংয়ের ছাড়পত্র, কী কী সুরক্ষাবিধি মানতে হবে? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
হাতে মাত্র আর কয়েক দিন। তারপরেই টলিপাড়ার অন্দরে শোনা যাবে লাইট, ক্যামেরা, অ্যাকশন।
#কলকাতা: সিরিয়ালের পর এবার সিনেমার শ্যুটিংয়ের ছাড়পত্র মিলেছে। ১০ জুন, বুধবার থেকে টলিপাড়ায় শুরু করা যাবে সিনেমার শ্যুটিং । রবিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বৈঠকে, এই সিদ্ধান্ত নেয় প্রযোজক-অভিনেতা-টেকনিশিয়ানদের সংগঠন।
ফের লাইট ক্যামেরা অ্যাকশনের চেনা ছন্দে ফিরছে টলিপাড়া। বুধবার থেকে সিরিয়ালের পাশাপাশি সিনেমার শ্যুটিংও শুরু করা যাবে। করোনা বাঁচিয়ে শ্যুটিংয়ের জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম, ইমপার মতো সংগঠনগুলি।
advertisement
শ্যুটিংয়ের সুরক্ষাবিধিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
১. শ্যুটিং ফ্লোরে একসঙ্গে ৩৫ জনের বেশি থাকতে পারবেন না
advertisement
২.আপাতত ১০ বছরের কম বয়সী শিশু শিল্পীরা শ্যুটিং করতে পারবে না
৩.৬৫ ঊর্ধ্ব অভিনেতাদের শ্যুটিংয়ের আগে মুচলেকা দিতে হবে
৪.সংক্রমণ ঠেকাতে সব ধরনের ঘনিষ্ঠ দৃশ্য়ে কাঁচি পড়ছে
৫.স্বাস্থ্যবিমার আওতায় আসছেন অভিনেতা-টেকনিশিয়ানরা
অনুমতি পাওয়া গিয়েছে। তবে বুধবার থেকেই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা কম। শ্যুটিং শুরুর আগে অভিনেতা ও টেকনিশিয়ানদের সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দেব।
advertisement
হাতে মাত্র আর কয়েক দিন। তারপরেই টলিপাড়ার অন্দরে শোনা যাবে লাইট, ক্যামেরা, অ্যাকশন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 9:53 AM IST