Srabonti Chatterjee: 'একটাই তো জীবন, বাঁচার মতো করে বাঁচব,' শ্রাবন্তীর পোস্টে চর্চা

Last Updated:

তাঁর নতুন প্রেমিক পেশায় ব্যবসায়ী এবং তাঁর সঙ্গে একই আবাসনে থাকেন৷ এমনই খবর৷ তবে সেই সব নিয়ে মুখ খোলেননি সুন্দরী নায়িকা (Srabonti Chatterjee)৷ বরং সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ৷

#কলকাতা: টলিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabonti Chatterjee)৷ তবে ছবির থেকে বেশি তিনি আলোচিত হন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে৷ তৃতীয়বার বিয়ে করেছেন শ্রাবন্তী৷ রোশন সিং-এর (Roshan Singh) সঙ্গে সেই বিয়েও ভাঙার পথে৷ দু’জনে বহু মাস আলাদাই রয়েছেন৷ এরই মধ্যেই আবার শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম এসেছে, এমন জল্পনা৷ তাঁর নতুন প্রেমিক পেশায় ব্যবসায়ী এবং তাঁর সঙ্গে একই আবাসনে থাকেন৷ এমনই খবর৷ তবে সেই সব নিয়ে মুখ খোলেননি সুন্দরী নায়িকা৷ বরং সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ৷ শ্রাবন্তী লিখছেন, 'একটাই জীবন, তবে সেটা পুরোপুরিভাবে উপভোগ করলে, একটা জীবনই যথেষ্ট!' এই লাইটির মানে অত্যন্ত গভীর৷
টলি টাউনে একদিনে নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে৷ তার মধ্যে নুসরতের সঙ্গে যশের প্রেম এবং গর্ভবতী নুসরত এখন রয়েছেন খবরের শিরোনামে৷ এরই মধ্যে অভিনেত্রী তনুশ্রী ও শ্রাবন্তীর সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে তাঁকে৷ অন্যদিকে শ্রাবন্তী তিনি তাঁর তৃতীয় স্বামীকে ছেড়ে রয়েছেন বহুদিন৷ এখনও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি৷ রোশন যতই শ্রাবন্তীর সঙ্গে ঘর করতে চান না কেন, শ্রাবন্তী সেই দিক থেকে মুখ ফিরিয়েছেন৷ তিনি নতুন দিশার দিকে পা বাড়িয়েছেন৷ জীবনকে উপভোগ করতে জানেন তিনি৷ তাই তো অনেক সমস্যা, নেতিবাচক সমালচনা শ্রাবন্তীকে টলাতে পারেনি৷ তিনি তাঁর নিজের মতো করে এগিয়ে গিয়েছেন৷ একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ টলিউডের লিডিং লেডিদের মধ্যে অন্যতম তিনি৷ আবার ভোটের ময়দানেও লড়েছেন তিনি৷ কোনও কিছুকে তোয়াক্কা না করে তিনি গুরুত্ব দিয়েছেন নিজের সিদ্ধান্তে৷
advertisement
advertisement
advertisement
এবারও তার অন্যথা হবে না৷ জীবন নিজের মতো করে চুটিয়ে উপভোগ করছেন শ্রাবন্তী৷ তাই তো পর জন্মের কোনও সাধ নেই তাঁর৷ একটাই জীবন এবং সেই জীবনের সবটুকু আনন্দ পেতে তৈরি তিনি৷ যে কারণে এমন বক্তব্য তাঁর৷ তাঁকে নিয়ে কে, কী বলল, থোড়াই কেয়ার করেন অভিনেত্রী৷ নিজে বাঁচেন নিজের মতো করে৷ তাই তো একটা জীবনই তাঁর জন্য যথেষ্ট বলছেন নায়িকা শ্রাবন্তী৷ অতীতকে সেভাবে পাত্তা না দিয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে এগিয়ে যেতে চাইছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ কিছুদিনের মধ্যেই তাঁর ও সোহমের ওয়েব সিরিজ দু’জনে মুক্তি পাবে৷ সেই দিকে তাঁকিয়ে শ্রাবন্তী ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabonti Chatterjee: 'একটাই তো জীবন, বাঁচার মতো করে বাঁচব,' শ্রাবন্তীর পোস্টে চর্চা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement