Nusrat Jahan Pregnancy: মা হবেন নুসরত, রাগে-দুঃখে নিখিল বলছেন, কষ্টের সময়েও আমি হাসব...

Last Updated:

আপাতত নুসরত-নিখিল (Nusrat Jahan-Nikhil Jain) সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন, নানা সংশয় রয়েছে ভক্তদের মনে৷ নুসরতের মা (Nusrat Jahan Pregnant)হওয়ার গুঞ্জনে তা আরও বড় হয়ে দাঁড়িয়েছে৷

#কলকাতা: মা হতে চলেছে নুসরত জাহান (Nusrat Jahan Pregnancy)৷ কয়েকদিন ধরেই টলিউড ছেয়ে গিয়েছে এই গুঞ্জনে৷ অভিনেত্রী সাংসদের ব্যক্তিগত জীবনে ডামাডোল কম চলছে না৷ স্বামী নিখিলের (Nusrat Jahan husband Nikhil Jain)সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর৷ তাঁদের দাম্পত্য ফাঁটল ধরেছে৷ এই খবর অনেক পুরনো৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একে একে মুছে গিয়েছে পুরনো অনেক অন্তরঙ্গ ছবি৷ এরই মাঝে এসেছেন অভিনেতা যশের (Nusrat-Yash Dasgupta)সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতার কথাও৷ একটি ছবিতে অভিনয় করতে করতে একের অপরের অনেকটা কাছে এসে পড়েছেন তাঁরা৷ বন্ধুত্ব থেকে প্রেম গাঢ় হয়েছে৷ এরই মধ্যে নুসরতের মা হওয়ার খবরে অনেকেই চমকেছেন৷ তাই ঘন ঘন নজর পড়ছে নুসতর, নিখিল, যশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে (Nusrat-Nikhil-Yash)৷ কোনও বার্তার মাধ্যমে কিছু কী ইঙ্গিত দিতে চাইছেন কোনও পক্ষ? এইসময় নিখিলের ইনস্টাগ্রাম পোস্টগুলো বেশ অর্থবহ৷ সেগুলিতে নজর রাখলেই অন্তর্নিহিত মানে ফুটে উঠবে৷
২ দিন আগে নিখিল(Nikhil Jain) নিজের ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে লেখেন, কর্ম তোমায় সবসময় অনুসরণ করবে৷ অর্থাৎ যে যা করছে, তার ফল পাবে৷ তাঁর ও নুসরতের সম্পর্কে কী হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি দু’পক্ষই৷ তবে খুব স্বাভাবিক মনোমালিন্য হলে, একে অপরকে দোষারোপ করাটাই স্বাভাবিক৷ এবং সেক্ষেত্রে নিখিলের অভিমান থাকবেই তাঁর স্ত্রীর প্রতি৷
advertisement
নিখিল জৈন পোস্ট নিখিল জৈন পোস্ট
advertisement
এরপরই রবিবার বিকেলের দিকে তিনি একটি পুরনো ছবি পোস্ট করেন৷ ফ্লাইটের ভিতর বসে নিখিল৷ মুখে স্মিত হাসি৷ এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমি সেই সব স্মৃতি খুব ভালবাসি যা আমার মুখে হাসি ফোটায়, যে কোনও সময়৷ আমার জীবন এখন যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও৷ অর্থাৎ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান সময় তিনি খুব একটা খুশিতে নেই৷ উল্টে তাঁর জীবন নানা জটিলতার মধ্যে দিয়েই কাটছে৷
advertisement
নিখিল জৈন পোস্ট নিখিল জৈন পোস্ট
এরপরের পোস্টেও ধরা পড়েছে একরাশ অভিমান৷ একটি ভিডিও পোস্ট করেছেন নিখিল জৈন৷ যেখানে তিনি হ্যাপি বার্থ ডে গানটি গিটারে বাজাচ্ছেন৷ এরসঙ্গেই তিনি লিখেছেন বিশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা জানেন যে জন্মদিন এক বিশেষ দিন৷ সবাই নিজেদের জীবনে আনন্দে থাকুন৷ এর পরের লাইটি তাৎপর্যপূর্ণ৷ যখন তিনি লিখছেন, যাঁরা এই দিনটি নষ্ট করতে চান, তাদের প্রতি ধিক্কার৷ এই কথার মধ্যে ঝড়ে পড়েছে রাগ৷ নিখিল সেই সব কাছের মানুষের উদ্দ্যেশেই এই কথা লিখেছেন বলে মনে করছেন অনেকে৷ কারণ যাঁরা তাঁর বিশেষ দিনটিতেও তাঁর মনে দুঃখ দিয়েছেন, তাঁদের তিনি কোনওভাবে ক্ষমা করবেন না, এমনই বোঝা গিয়েছে৷ বা এটাও হতে পারে এই বক্তব্যের অর্থ যে, যতই তাঁর ক্ষতি কেউ চাক না কেন, তাঁর কিছুই হবে না৷ কারণ তিনি তো আগেই বলেছেন যে তিনি কর্মে বিশ্বাসী৷ এবং যিনি কর্মে বিশ্বাসী, তিনি নিজে জেনে বুঝে কি কারও ক্ষতি করবেন?
advertisement
নিখিল জৈন পোস্ট নিখিল জৈন পোস্ট
আপাতত নুসরত-নিখিল সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন, নানা সংশয় রয়েছে৷ নুসরতের মা হওয়ার গুঞ্জনে তা আরও বড় হয়ে দাঁড়িয়েছে৷ স্বামী নিখিলের সঙ্গে সম্পর্ক ভাল নয় নুসরতের৷ সেক্ষেত্রে কার সন্তানের (Nusrat Jahan Pregnant)মা হতে চান অভিনেত্রী? সেই প্রশ্ন উঠে এসেছে ভক্তদের মনে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan Pregnancy: মা হবেন নুসরত, রাগে-দুঃখে নিখিল বলছেন, কষ্টের সময়েও আমি হাসব...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement