Madhubani Goswami: ছেলেকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী, গাইছেন হিন্দি গান ঝিলমিল সিতারো কা...শুনুন

Last Updated:

একটি ভিডিও শেয়ার করলেন মধুবনী (Viral Video of Bengali serial actress)৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে মিষ্টি গলায় গান করে ছেলেকে ঘুম পাড়াতে৷

#কলকাতা: এপ্রিল মাসে ছেলে কেশবের জন্ম দিয়েছে অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)৷ এখন তিনি সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত৷ স্বামী রাজা গোস্বামীর (Raja Goswami) শ্যুটিং চলছে৷ তাই মধুবনীর উপর বেশি দায়িত্ব রয়েছে ছেলে দেখভালের৷ যদিও এখন কার্যত লকডাউন পরিস্থিতিতে দু’জনে মিলেই সামলাচ্ছেন সন্তানকে৷ মাঝে মধ্যেই ছেলের সঙ্গে ছবিও নিজদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মধুবনী-রাজা৷ তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখাননি কাউকে৷ এবার ছেলেকে আদর করে ঘুম পাড়ানোর একটি ভিডিও শেয়ার করলেন মধুবনী (Viral Video of Bengali serial actress)৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে মিষ্টি গলায় গান করে ছেলেকে ঘুম পাড়াতে৷ তবে এর জন্য কোনও সাধারণ ঘুমপাড়ানি গান বা বাংলা গান বাছেননি তিনি৷ মধুবনী একটি জনপ্রিয় হিন্দি ছবির গান গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন৷ জীবন মৃত্যু ছবির গানটি ঝিলমিল সি তারো কা আঙ্গন হোগা৷ মধুবনীর গানের গলা বেশ মিষ্টি৷ সেটা তাঁর গান শুনেই বুঝবেন সকলে৷ তাই মায়ের গলায় মিষ্টি গান শুনে ছেলেও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে৷
advertisement
advertisement
মধুবনী ও রাজা দু’জনেই বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ৷ একসঙ্গে সিরিয়াল করতে গিয়েই তাঁদের আলাপ৷ সেখান থেকে তাঁদের প্রেম এবং বিয়ে৷ অভিনেত্রী মধুবনী বেশ ঘরোয়া এবং সেই মতোই নিজের সংসার সাজিয়েছেন৷ বিয়ের পর নিজের কাজও বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি৷ নিজের ব্যবসা শুরু করেছেন তিনি৷ একটি স্যালোঁ খুলেছেন মধুবনী৷ এই সব নিয়ে ব্যস্ত অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে রাজা চুটিয়ে অভিনয় করছেন৷ খড়কুটো ধারাবাহিকে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হচ্ছে৷ নিয়মিত শ্যুটিং চলে তাঁর৷ তাই তো ছেলে জন্মের পর, সব সময় ছেলেকে কাছেও নিতে পারতেন না তিনি৷ যদিও এখন অনেকটা সময় স্ত্রী ও ছেলের সঙ্গে কাটাতে পারছেন রাজা৷ এভাবেই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, এমন কামনা রইল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami: ছেলেকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী, গাইছেন হিন্দি গান ঝিলমিল সিতারো কা...শুনুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement