Madhubani Goswami: ছেলেকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী, গাইছেন হিন্দি গান ঝিলমিল সিতারো কা...শুনুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একটি ভিডিও শেয়ার করলেন মধুবনী (Viral Video of Bengali serial actress)৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে মিষ্টি গলায় গান করে ছেলেকে ঘুম পাড়াতে৷
#কলকাতা: এপ্রিল মাসে ছেলে কেশবের জন্ম দিয়েছে অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)৷ এখন তিনি সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত৷ স্বামী রাজা গোস্বামীর (Raja Goswami) শ্যুটিং চলছে৷ তাই মধুবনীর উপর বেশি দায়িত্ব রয়েছে ছেলে দেখভালের৷ যদিও এখন কার্যত লকডাউন পরিস্থিতিতে দু’জনে মিলেই সামলাচ্ছেন সন্তানকে৷ মাঝে মধ্যেই ছেলের সঙ্গে ছবিও নিজদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মধুবনী-রাজা৷ তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখাননি কাউকে৷ এবার ছেলেকে আদর করে ঘুম পাড়ানোর একটি ভিডিও শেয়ার করলেন মধুবনী (Viral Video of Bengali serial actress)৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে মিষ্টি গলায় গান করে ছেলেকে ঘুম পাড়াতে৷ তবে এর জন্য কোনও সাধারণ ঘুমপাড়ানি গান বা বাংলা গান বাছেননি তিনি৷ মধুবনী একটি জনপ্রিয় হিন্দি ছবির গান গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন৷ জীবন মৃত্যু ছবির গানটি ঝিলমিল সি তারো কা আঙ্গন হোগা৷ মধুবনীর গানের গলা বেশ মিষ্টি৷ সেটা তাঁর গান শুনেই বুঝবেন সকলে৷ তাই মায়ের গলায় মিষ্টি গান শুনে ছেলেও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে৷
advertisement
advertisement
মধুবনী ও রাজা দু’জনেই বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ৷ একসঙ্গে সিরিয়াল করতে গিয়েই তাঁদের আলাপ৷ সেখান থেকে তাঁদের প্রেম এবং বিয়ে৷ অভিনেত্রী মধুবনী বেশ ঘরোয়া এবং সেই মতোই নিজের সংসার সাজিয়েছেন৷ বিয়ের পর নিজের কাজও বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি৷ নিজের ব্যবসা শুরু করেছেন তিনি৷ একটি স্যালোঁ খুলেছেন মধুবনী৷ এই সব নিয়ে ব্যস্ত অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে রাজা চুটিয়ে অভিনয় করছেন৷ খড়কুটো ধারাবাহিকে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হচ্ছে৷ নিয়মিত শ্যুটিং চলে তাঁর৷ তাই তো ছেলে জন্মের পর, সব সময় ছেলেকে কাছেও নিতে পারতেন না তিনি৷ যদিও এখন অনেকটা সময় স্ত্রী ও ছেলের সঙ্গে কাটাতে পারছেন রাজা৷ এভাবেই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, এমন কামনা রইল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2021 5:09 PM IST