#কলকাতাঃ রিল লাইফে বহু চরিত্রে অভিনয় করলেও রিয়েল লাইফে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে মার্চের প্রথম দিনে। তারপরেই বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্ব অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Actress Srabanti Chatterjee) নাম ঘোষণা করেন বেহালা পশ্চিম কেন্দ্র (Behala West Constituency) থেকে। তাঁর বিপরীতে তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। তাই শ্রাবন্তীর কাছে মোটেই সহজ নয় লড়াই।
তবে আত্মবিশ্বাসী শ্রাবন্তী। কারণ মাত্র কয়েকদিনেই বঙ্গ ভোটে বিজেপির অন্যতম মুখ এই প্রথম সারির টলি নায়িকা (Tollywood Actress)। তাই অভিনয়ের ঠিক তিনি যতটা সফল, বিজেপি নেতৃত্বের আশা ভোটযুদ্ধেও সাফল্যের সঙ্গে বৈতরণী পার করে দেবেন শ্রাবন্তী। তিনি বেহালার ঘরের মেয়ে। বেহালাতেই বেড়ে ওঠা। তাই বেহালার 'ঘরের মেয়ে' হিসাবেই ভোট প্রচারে নিজেকে তুলে ধরছেন তিনি। শ্রাবন্তীর ছোটবেলা, স্কুলজীবন থেকে অভিনয় শুরুর প্রথমদিকটা কেটেছে বেহালাতেই।
View this post on Instagram
আর সেই নট্যালজিয়ায় ভেসেই 'ফুচকা পাওরিতে' মজলেন শ্রাবন্তী। ভোট প্রচারের সঙ্গীদের নিয়ে দিনের শেষে রাস্তার ধারে দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খেলেন। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বিজেপির এই তারকা প্রার্থী। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে শ্রাবন্তীকে দেখা গিয়েছে গালে-কপালে গেরুয়া আবির মাখা অবস্থায়। সঙ্গে রয়েছে তাঁর গোটা টিম। সকলে মিলে যে বেশ মজা করেন দিনভর প্রচার সারছেন, তার প্রতিফলন দেখা গিয়েছে তাঁর সোশ্যাল স্টোরি থেকে।