কলকাতা: একসঙ্গে কাজ করতে চলেছেন জিৎ (Jeet) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে একসঙ্গে অভিনয় নয়। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন টলিউডের ইন্ডাস্ট্রি। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সবচেয়ে সিনিয়র অভিনেতার জন্য ভাল গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। ছবিটি পরিচালনা করবেন সৌভিক কুণ্ডু। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই এগোবে ছবির গল্প।
ছবির প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘‘সৌভিক একজন দক্ষ পরিচালক। আমার সঙ্গে আগেও কাজ করেছে। দু'তিন মাস আগে আমাকে ওঁ চিত্রনাট্যটা শোনায়। গল্পটা শুনে আমার মনে হয়েছিল, এই সবে করোনা সামান্য শিথিল হয়েছে। খারাপ সময় কাটিয়েছি আমরা। এই রকম হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন। বাবা মেয়ের সম্পর্কের কথা বলে এই ছবি। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে। আপাতত 'আয় খুকু আয়', এই নামটাই রাখা হয়েছে। ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে। চিত্রনাট্য শোনার পর জানতে পারি জিৎ ছবিটির প্রযোজনা করছে। জিতের জন্য আমার গর্ব বোধ হয়। ওঁর সাফল্যে আমি ভীষণ খুশি।’’
আরও পড়ুন- দুয়ারে রেশন নিয়ে জটিলতা কাটাতে আসরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
বুম্বাদা আরও বললেন, ‘‘আমি তো জিতকে বললাম, আমার ভক্তরা ছবি দেখতে আসবে আমি জানি। কিন্তু তোমার অর্ধেক ভক্তের সংখ্যাও যদি আসে, এই ছবি সুপারহিট।’’
ছবি প্রসঙ্গে জিৎ জানালেন, ‘‘সৌভিকের সঙ্গে বেশ কিছুদিন হল কাজ করছি। বুম্বাদা যে এই ছবিটা করতে রাজি হয়েছেন, তাতেই আমি আপ্লুত। আমি ও আমার টিম বুম্বাদার কাছ থেকে, অনেক কিছু শিখতে পারবো, এটা ভেবেই ভাল লাগছে।’’
বাবা-মেয়ের সম্পর্কের গল্প। শোনা যাচ্ছে, ছবিতে দিতিপ্রিয়া অভিনয় করতে পারেন, প্রসেনজিতের মেয়ের চরিত্রে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে। 'আয় খুকু আয়' ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির সুরকার হিসেবে ইতিমধ্যেই সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগেও অন্য নায়কের জন্য ছবি প্রযোজনা করেছেন জিৎ। তাঁর শেষ প্রযোজিত ছবি 'সুইজারল্যান্ড'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র। তবে প্রসেনজিৎ-কে নিয়ে কেমন ছবি বানান জিৎ তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।
Arunima Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeet, Prosenjit Chatterjee