Khela Shuru Trailer: লিভ-ইন সম্পর্কে জড়িয়ে পড়েছেন রণিতা আর ইন্দ্রাশীষ, দেখুন সেই ভিডিও

Last Updated:

‘বাহামণি’ ওরফে রণিতা (Ranita Das)-র দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড সৌপ্তিক (Souptick C)-এর নির্দেশনায় এ বার ‘খেলা শুরু’ (Khelaa Ssuru) ইন্দ্রাশীষ (Indrasish Roy)-এর সঙ্গে ।

সমস্ত উত্তরই পেয়ে যাবেন Klikk-এর নতুন ওয়েব সিরিজ ‘খেলা শুরু’ (Khelaa Ssuru)-তে । যেখানে এক অদ্ভুত খেলা খেলতে খেলতে নিজেদেরই হারিয়ে ফেলে অভিষেক আর শ্রেষ্ঠা, ওরফে ইন্দ্রাশীষ (Indrasish Roy) আর রণিতা ((Ranita Das)) । সম্প্রতি সেই সিরিজেরই ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে । ট্রেলার দেখেই খানিকটা আন্দাজ করা হচ্ছে ছবির বিষয়বস্তু । কিছুটা গা ছমছমে, কিছুটা ম্যাজিক, কিছুটা নেশা আর মায়াবী কিছু রহস্য রয়েছে এই ছবির পরতে পরতে ।
advertisement
এই সিরিজ দিয়েই পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন রণিতার দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড সৌপ্তিক (Souptick C)। প্রযোজনায়- স্থলান্তর ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড । ছবির গল্প খানিকটা এ রকম----এক ছাদের তলায় বসবাস, আধুনিক জুটি, অভিষেক-শ্রেষ্ঠার। আর্ট কলেজ থেকে পাশ করেও ‘অভিষেক’ জনপ্রিয় শিল্পী হতে পারেনি। ছবি নিলাম তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। রং-তুলির বদলে তার এক অন্য সাধের ও নেশা রয়েছে, জুয়া! এক দুষ্কৃতী, অভিষেক কে সেই নেশার জালে আসক্ত করে আরো ফাঁসিয়ে চলে।
advertisement
advertisement
আর অন্যদিকে শ্রেষ্ঠা সংসারের যাবতীয় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে কাজ করতে থাকে । অবিরাম পরিশ্রম করে চলে সে দিনে বিউটি পার্লার আর রাতে কল সেন্টারে। অভিষেককে অনেক বোঝানো সত্ত্বেও, তাঁর ক্যারিয়ারে কোনো উন্নতি হয় না । তাঁদের বাড়িওয়ালা ও তাঁর স্ত্রী’র কটাক্ষ শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠে এই যুগল। কাহিনী এগোতেই দেখা যায় ...ঘটনাচক্রে, এ ভাবেই ছবি বিক্রি করতে গিয়ে অভি'র হাতে একটি অলৌকিক বিদেশী ক্যানভাসের ছবি এসে পড়ে। সেই ছবির দৌলতে রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে ওঠে তাঁরা। ইতিহাসের এক অন্ধকার, ভয়ানক মায়াবী রহস্য হাতছানি দেয় তাঁদের।
advertisement
তার জন্য একটি খেলা খেলতে হয় তাঁদের। আর সেই ভয়াবহ খেলার চক্রে ক্রমেই জড়িয়ে পড়তে থাকে শ্রেষ্ঠা আর অভি। জীবনের মানেই পাল্টে যায় তাঁদের । জীবনে অগুনতি টাকা এলেও হারাতে থাকে অন্য সবকিছু । কী সেই খেলা? আদৌ কি তাঁরা মুক্ত হতে পারবে সেই খেলার খপ্পর থেকে? সেই খেলার হাত থেকে মুক্তির পথ খুঁজতে থাকে ভয়ার্ত দম্পতি। ছবিতে অভি’র চরিত্রে ইন্দ্রাশীষ, শ্রেষ্ঠা হয়েছেন রণিতা, ভ্যালেরি বিদাউত - এড্রিয়েন, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় - অ্যানা, জবরদস্ত নেগেটিভ চরিত্রে রানা বসু ঠাকুর - পুলিশ ইন্সপেক্টর আর পরিচালক সৌপ্তিক সি. এখানে নীলাভ’র চরিত্রে । অমিতাভ আচার্য - বাড্ডু, অসীম রায় চৌধুরী - রনেন বাবু, শ্রেয়সী সামন্ত - রনেন বাবু'র স্ত্রী প্রমূখ রয়েছেন সিরিজটিতে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khela Shuru Trailer: লিভ-ইন সম্পর্কে জড়িয়ে পড়েছেন রণিতা আর ইন্দ্রাশীষ, দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement