Aparajita Adhya: একঢাল চুল ছোট করে কেটে ফেললেন অপরাজিতা! কাঁধ পর্যন্ত হেয়ারকাট দেখে কী বলছে নেটিজেন

Last Updated:

Aparajita Adhya: একঢাল লম্বা কালো চুল, কপালে লাল টিপ, পরনে শাড়ি। অপরাজিতা আঢ্য বলতেই চোখের সামনে ভেসে এমনই এক নারীমূর্তি। কিন্তু নিজের সেই চিরাচরিত লুক একেবারে বদলে ফেললেন অভিনেত্রী।

একঢাল চুল ছোট করে কেটে ফেললেন অপরাজিতা! কাঁধ পর্যন্ত হেয়ারকাট দেখে কী বলছে নেটিজেন
একঢাল চুল ছোট করে কেটে ফেললেন অপরাজিতা! কাঁধ পর্যন্ত হেয়ারকাট দেখে কী বলছে নেটিজেন
#কলকাতা: টলিপাড়ার অন্যতম অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। একঢাল লম্বা কালো চুল, কপালে লাল টিপ, পরনে শাড়ি। অপরাজিতা আঢ্য বলতেই চোখের সামনে ভেসে এমনই এক নারীমূর্তি। কিন্তু নিজের সেই চিরাচরিত লুক একেবারে বদলে ফেললেন অভিনেত্রী। তবে এই নতুন অবতারেও দর্শকরা তাঁকে বেশ পছন্দই করেছেন।
একঢাল লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন অপরাজিতা (Aparajita Adhya)। সেই ছবি নিজেও শেয়ার করেছেন অপরাজিতা। দেখা যাচ্ছে কোমর অবধি লম্বা চুল কেটে কাঁধ অবধি চলে এসেছে। সেই ছবি শেয়ার করে অপরাজিতা লিখেছেন যে দীর্ঘ ২৫ বছর পরে চুল কাটলেন তিনি। সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দের (Jolly Chanda) থেকে এই হেয়ারকাট‌ (Haircut) করেছেন অপরাজিতা। পুজোর আগেই এই নতুন লুকে ধরা দিলেন তিনি।
advertisement
advertisement
advertisement
জলি চন্দও অপরাজিতার নতুন লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, অপরাজিতা আঢ্য একজন অত্যন্ত গুণী ও মিষ্টি অভিনেত্রী। হেয়ারকাটের পরে তিনি বাচ্চাদের মতো হাসলেন। প্রাক্তন ও মাটি ছবিতে আমার ওঁকে খুব ভালো লেগেছিল। প্রসঙ্গত, জলি চন্দের কাছে চুল কাটেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ আরও অনেকে।
advertisement
অপরাজিতার (Aparajita Adhya) ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। কেউ লিখেছেন, "দিদি তুমি সবেতেই অনন্যা।" আবার কেউ লিখছেন, "আপনাকে পুতুলের মতো মিষ্টি লাগছে।" আবার চুল এত ছোট করে কেটে ফেলায় দুঃখও পেয়েছেন অনেকে। কেউ লিখেছেন, "এমা এতটা চুল কেটে ফেললেন?"
advertisement
উল্লেখ্য, ছোট পর্দা ও বড় দুই মিলিয়ে বহু কাজ করেছেন অপরাজিতা। দুই ক্ষেত্রেই তিনি প্রশংসিত। ২০২০ তে মুক্তি প্রাপ্ত চিনি ছবিতে প্রশংসিত হয়েছেন তিনি। মধুমিকা সরকার তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এর পরে বেলা শুরু, ও একান্নবর্তীতে অভিনয় করছেন অভিনেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya: একঢাল চুল ছোট করে কেটে ফেললেন অপরাজিতা! কাঁধ পর্যন্ত হেয়ারকাট দেখে কী বলছে নেটিজেন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement