Home /News /entertainment /
Mithai Torsha Viral Video: মিঠাইকে ছেড়ে তোর্সার সঙ্গে নাচে মত্ত সিডের ঠাকুমা! ভাইরাল ভিডিও

Mithai Torsha Viral Video: মিঠাইকে ছেড়ে তোর্সার সঙ্গে নাচে মত্ত সিডের ঠাকুমা! ভাইরাল ভিডিও

মিঠাই সিরিয়াল ভাইরাল ভিডিও

মিঠাই সিরিয়াল ভাইরাল ভিডিও

সিদ্ধার্থের ঠাকুমা কেন তোর্সার সঙ্গে নাচছেন? ভাইরাল ভিডিও (Mithai Viral Video) দেখে প্রশ্ন নেটিজেনদের...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মোদক বাড়িতে সেভাবে কোনও স্থান নেই তোর্সার৷ কেউ তাকে একদমই পছন্দ করে না সেই বাড়িতে৷ সেখানে মিঠাইয়ের (Mithai Serial) জয়জয়কার৷ তবে তার মধ্যেই সিদ্ধার্থের ঠাকুমা পা মেলালেন তোর্সার সঙ্গে! দু’জনে মিলে একসঙ্গে নাচলেন খুশি মনে৷ আর সেই ভিডিও হল ভাইরাল! কেন মিঠাইকে ছেড়ে তোর্সার সঙ্গে জুটি বাঁধলেন সিডের ঠাকুমা, সেই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া৷ আর তোর্সা ওরফে তন্বী লাহা রায় এবং ঠাকুমা ওরফে স্বাগতা বসু৷ সেই ভিডিও ভাইরাল (Mithai Viral Video)৷

আরও পড়ুন Viral| Old Couple Marriage: বুড়ো বয়সে আবার বিয়ে! দাদুর বিয়ে সাক্ষী থাকল নাতি-নাতনিরা!

তন্বী লাহা রায় ওরফে মিঠাই ধারাবাহিকে তোর্সা৷ তোর্সা পাগল সিডের জন্য৷ কিন্তু মিঠাইয়ের (Mithai-Siddharta) জন্য সিডের জীবনে কোনও জায়গা নেই তার৷ এমনকী পরপর কয়েকটা ঘটনায় তোর্সার উপর বেজায় চটেছে সিদ্ধার্থ৷ তাই তো তাদের মধ্যে বন্ধুত্বটাও স্বীকার করতে চাইছে না সিড৷ এই সব নিয়ে বিধ্বস্ত তোর্সা মিঠাইকে সিদ্ধার্থের জীবন থেকে সরানোর জন্য নানা প্ল্যান করছে৷ যাতে সঙ্গে দিচ্ছে সোমও৷ এই দু’জন মিলেই মিঠাই আর সিদ্ধার্থের মিলনের বিরোধী৷ তবে সিদ্ধার্থ ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে৷ অন্যদিকে মিঠাই তো তার উচ্ছেবাবুর খেয়াল রেখে চলেছে সবসময়৷ এবার বাড়ি থেকে আশ্রমে চলে যাওয়া দাদাইয়ের জন্য কী শেষ পর্যন্ত মিঠাইকে বিয়ে করবে সিড? মন থেকে মেনে নেবে বিয়ে নামক প্রতিষ্ঠানকে? এসব নিয়ে সরগরম মিঠাই ধারাবাহিক৷

গত কয়েক মাস ধরেই এই ধারাবাহিক বাংলা বাজারে সবার শীর্ষে রয়েছে(Bengali Serial Mithai)৷ খুবই জনপ্রিয় হয়েছে সবকটা চরিত্রই৷ মিঠাই ওরফে সৌমিতৃষা, সিদ্ধার্থ ওরফে আদৃত ছাড়াও ধারাবাহিকের সকলেই খুবই প্রিয় হয়ে উঠেছেন দর্শকদের কাছে৷ সোশ্যাল মিডিয়ায় তাদের ফলো করে হাজার হাজার ভক্ত৷ তাই তো মাঝেমধ্যে তারাও ছবি বা ভিডিও পোস্ট করে নেটিজেনদের মনে আনন্দ দেয়৷ এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তোর্সা ওরফে তন্বী লাহা রায়৷ সঙ্গে রয়েছেন সিদ্ধার্থের ঠাকুমা স্বাগতা বসু৷ তাদের নাচের ভিডিও সুপার ভাইরাল (Viral Video)৷

Published by:Pooja Basu
First published:

Tags: Mithai, Viral Video