ইউভানের ডেস্টিনেশন মুখেভাত, রাজকীয় আয়োজনের প্রস্তুতি ভিডিও শেয়ার করলেন শুভশ্রী, দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ডেস্টিনেশন অন্নপ্রাশন উপলক্ষে যে বিশাল বাংলোতে রয়েছেন তাঁরা, সেটিকে টাটকা গাঁদা-সহ নানা ধরণের হলুদ-কমলা ফুলে সাজিয়ে তোলা হয়েছে। তাতে রয়েছে রাজস্থানি টাচ।
#কলকাতা: আজ ছোট্ট ইউভানের মুখেভাত। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই উপলক্ষে অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। তবে কলকাতায় নয়, অনুষ্ঠান হচ্ছে হালিশহরের একটি বাংলোতে। সেই উপলক্ষ্যে পরিবার এবং বন্ধুদের নিয়ে হালিশহরে পৌঁছে গিয়েছেন গিয়েছেন ইউভানের বাবা-মা, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
ডেস্টিনেশন অন্নপ্রাশন উপলক্ষে হালিশহরের যে বিশাল বাংলোতে রয়েছেন তাঁরা, সেটিকে টাটকা গাঁদা-সহ নানা ধরণের হলুদ-কমলা ফুলে সাজিয়ে তোলা হয়েছে। তাতে রয়েছে রাজস্থানি টাচ। হলুদ-সাদা রঙের মিশেলে পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, যা থেকে স্পষ্ট বুফে সিস্টেমে খাওয়ানোর ব্যবস্থাই থাকছে। পাশাপাশি, অনুষ্ঠানের থিম কালার হলুদ হতে পারে, তা অনুমান করাই যাচ্ছে। হালিশহরের বাংলো সাজিয়ে তোলার সেই ছবি শেয়ার করেছেন ইউভানের মা এবং ইউভানের দিদি সৃষ্টি পাণ্ডে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার ছিল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। আর আজ ইউভানের মুখেভাত। সব মিলিয়ে জমজমাট সেলিব্রেশন। সেই ছবি ধরা পরেছেন রাজ-শুভশ্রীর পাশাপাশি পরিবারের সকলের এবং বন্ধুদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।রাজের জন্মদিনের পার্টিতে এলাহি নাচগান, খাওয়া-দাওয়া, পানীয়ের বন্দোবস্ত ছিল। স্বামী রাজের জন্মদিনে শাড়ি পড়ে 'হ্যালো হ্যালো'-সহ একাধিক হিন্দি এবং বাংলা গানে তুমুল নেচেছেন শুভশ্রী। সেই ভিডিওতেই খানিকটা কীভাবে সাজানো হয়েছে, তার আভাস মিলেছিল। শুভশ্রীর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে পুরোটাই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2021 2:35 PM IST