হোম /খবর /বিনোদন /
‘তোমার প্যান্ট কোথায়?’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের মুখে শ্রাবন্তী

Srabanti Chatterjee: ‘তোমার প্যান্ট কোথায়?’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের মুখে শ্রাবন্তী

মালদ্বীপে শ্রাবন্তী । ছবি- ইনস্টাগ্রাম ।

মালদ্বীপে শ্রাবন্তী । ছবি- ইনস্টাগ্রাম ।

Srabanti Chatterjee at Maldives: মালদ্বীপ থেকে ছবি পোস্ট করলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) । সঙ্গে সঙ্গে উড়ে এল নোংরা, কুৎসিত মন্তব্য ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতার এক ঘেয়েমি থেকে একটু হাঁফ ছেড়ে বাঁচতে জনপ্রিয় বিচ ডেস্টিনেশন মালদ্বীপে (Maldives) উড়ে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) । অবশ্য তিনি একা যাননি । সঙ্গে গিয়েছে তাঁর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ও তাঁর বান্ধবী দামিনী ঘোষ । ছেলে আর হবু বৌমা’র সঙ্গে মালদ্বীপের নীল জলে মনের আনন্দে জলকেলি করছেন নায়িকা ।

আর সেই ছবি সোশ্যাল মিডিয়া ভক্তদের উপহার দেবেন না নায়িকা, তাও কী হয় ? মালদ্বীপে পৌঁছেই শ্রাবন্তী পোস্ট করলেন একটি সুপার হট ছবি । নায়িকার ব্যাকগ্রাউন্ডে কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি । ধবধবে সাদা ঢোলা শার্টে ক্যাজুয়াল লুকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় । উন্মুক্ত উরু। হাতে পানীয়র গ্লাস । সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহসী পোশাকে এই ছবিই পোস্ট করেন অভিনেত্রী । আর খুব স্বাভাবিকভাবেই সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায় ।

কিন্তু সেই ছবি একদিকে যেমন পছন্দ করেছেন নেট নাগরিকরা, তেমনই আবার সমালোচনার বন্যাও বয়ে চলেছে ক্রমাগত । ছবিটিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী ঊর্ধ্বাঙ্গে একটি শার্ট পরলেও নিমাঙ্গে কিছুই পরেননি । সাইড স্লিট শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর মাখন নরম ত্বক । এই ছবি পোস্ট হতেই, নেটিজেনদের একের পর এক কটূক্তি ধেয়ে এল নায়িকার দিকে । ‘প্যান্ট কোথায়’, ‘তুমি প্যান্ট পরোনি কেন’, এমনই সব তীর্যক প্রশ্নে শ্রাবন্তীর কমেন্ট বক্স ভরিয়ে দেন অনেকে ।

View this post on Instagram

A post shared by Srabanti (@srabanti.smile)

বারংবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় অভিনেত্রীকে । পরপর তিনবার বিয়ে করলেও তাঁর একটি বিয়েও টেঁকেনি । এখন শোনা যাচ্ছে কলকাতার নামী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি । ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বিয়ে, শারীরিক গঠন নিয়ে বারবার কটূক্তির শিকার হতে হয় টলিউডের মিষ্টি হাসির এই নায়িকাকে ।

গত মাসেই ছেলে ঝিনুক আর তাঁর গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। পাহাড়ের পর এ বারে সোজা সমুদ্রে পাড়ি দিয়েছেন নায়িকা। অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মলদ্বীপের ঝলক। বিমানের জানলা দিয়েই মলদ্বীপের সৌন্দর্যের পাশাপাশি ফ্রেমবন্দি হয়েছে রিসর্টের অন্দরের ঝলক।

Published by:Simli Raha
First published:

Tags: Maldives, Srabanti Chatterjee