#কলকাতা: কলকাতার এক ঘেয়েমি থেকে একটু হাঁফ ছেড়ে বাঁচতে জনপ্রিয় বিচ ডেস্টিনেশন মালদ্বীপে (Maldives) উড়ে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) । অবশ্য তিনি একা যাননি । সঙ্গে গিয়েছে তাঁর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ও তাঁর বান্ধবী দামিনী ঘোষ । ছেলে আর হবু বৌমা’র সঙ্গে মালদ্বীপের নীল জলে মনের আনন্দে জলকেলি করছেন নায়িকা ।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়া ভক্তদের উপহার দেবেন না নায়িকা, তাও কী হয় ? মালদ্বীপে পৌঁছেই শ্রাবন্তী পোস্ট করলেন একটি সুপার হট ছবি । নায়িকার ব্যাকগ্রাউন্ডে কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি । ধবধবে সাদা ঢোলা শার্টে ক্যাজুয়াল লুকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় । উন্মুক্ত উরু। হাতে পানীয়র গ্লাস । সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহসী পোশাকে এই ছবিই পোস্ট করেন অভিনেত্রী । আর খুব স্বাভাবিকভাবেই সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায় ।
কিন্তু সেই ছবি একদিকে যেমন পছন্দ করেছেন নেট নাগরিকরা, তেমনই আবার সমালোচনার বন্যাও বয়ে চলেছে ক্রমাগত । ছবিটিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী ঊর্ধ্বাঙ্গে একটি শার্ট পরলেও নিমাঙ্গে কিছুই পরেননি । সাইড স্লিট শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর মাখন নরম ত্বক । এই ছবি পোস্ট হতেই, নেটিজেনদের একের পর এক কটূক্তি ধেয়ে এল নায়িকার দিকে । ‘প্যান্ট কোথায়’, ‘তুমি প্যান্ট পরোনি কেন’, এমনই সব তীর্যক প্রশ্নে শ্রাবন্তীর কমেন্ট বক্স ভরিয়ে দেন অনেকে ।
View this post on Instagram
বারংবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় অভিনেত্রীকে । পরপর তিনবার বিয়ে করলেও তাঁর একটি বিয়েও টেঁকেনি । এখন শোনা যাচ্ছে কলকাতার নামী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি । ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বিয়ে, শারীরিক গঠন নিয়ে বারবার কটূক্তির শিকার হতে হয় টলিউডের মিষ্টি হাসির এই নায়িকাকে ।
গত মাসেই ছেলে ঝিনুক আর তাঁর গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। পাহাড়ের পর এ বারে সোজা সমুদ্রে পাড়ি দিয়েছেন নায়িকা। অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মলদ্বীপের ঝলক। বিমানের জানলা দিয়েই মলদ্বীপের সৌন্দর্যের পাশাপাশি ফ্রেমবন্দি হয়েছে রিসর্টের অন্দরের ঝলক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldives, Srabanti Chatterjee