শর্বরীদি আমার বিয়ে ও বৌভাতে সঞ্জয়ের পাঞ্জাবি ডিজাইন করেন, ওঁর মৃত্যুতে মর্মাহত: ঋতুপর্ণা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিখ্যাত ডিজাইনারের পাশাপাশি কপাল জোড়া টিপ, মুখের চওড়া হাসি এবং সুন্দর কথা দিয়েই শর্বরী দত্তের স্মৃতিচারণ করলেন ঋতু৷
#কলকাতা: বিখ্যাত ডিজাইনার শর্রবী দত্তের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ফ্যাশান ও বিনোদন জগতে৷ হঠাৎ করে এই মৃত্যুর খবরে তারকা মহল মর্মাহত৷ শর্বরী দত্তের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গলা বুজে এল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের৷ তিনি বলেন যে, রোজেই কোনও না কোনও দুঃসংবাদের অপেক্ষা করে থাকি৷ সুসংবাদের কথা আর ভাবি না৷ এমন হয়ে গিয়েছে যে সকালে উঠে শুধু খারাপ খবরই শুনি৷ জানি না কী হচ্ছে চারিদেকে৷ শর্বরীদির মৃত্যুর খবর একেবারেই মেনে নিতে পারছি না৷ একটা যুগের পতন বলে মনে করেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা৷
বিখ্যাত ডিজাইনারের পাশাপাশি কপাল জোড়া টিপ, মুখের চওড়া হাসি এবং সুন্দর কথা দিয়েই শর্বরী দত্তের স্মৃতিচারণ করলেন ঋতু৷ তিনি বলেন, সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পেতেন শর্বরীদি এবং আমার বহু ছবিরই অদ্ভুত সুন্দর ব্যাখ্যা করতেন তিনি৷ এতেই বোঝা যায় যে, শর্বরী দত্তের শৈল্পিক চিন্তাভাবনা শুধুমাত্র তাঁর ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না৷ সব শিল্প মাধ্যমের মধ্যেই গভীরতা খুঁজতেন শর্বরী দত্ত৷
advertisement
advertisement
তবে শর্বরী দত্তের সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে ঋতুপর্ণার৷ সেটাও জানালেন অভিনেত্রী৷ তিনি বলেন যে, আমার বিয়ের এবং বৌভাতে সঞ্জয়ের পাঞ্জাবি ডিজাইন করেছিলেন শর্বরীদি৷ সেই শৌখিন কাজের জুড়ি মেলা ভার, কান্না ভেজা গলায় বললেন ঋতু৷ তাঁর স্বামী সঞ্জয় এখনও সেই পাঞ্জাবি সজত্নে রেখে দিয়েছেন এবং বিশেষ পোশাকটি তাঁরও খুব পছন্দের বলে জানিয়েছেন অভিনেত্রী৷
advertisement
বৃহস্পতিবার রাত ১১-৩০ নাগাদ বাথরুম থেকে তাঁর মৃত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ। পুলিশের গাড়িতেই আসেন পারিবারিক বন্ধু অর্থপেডিক সার্জেন অমল ভট্টাচার্য্য।
পুলিশের অনুমতি নিয়ে দেহ ঘরে আনা হয়। রাত ২-২০ নাগাদ কড়েয়া থানার ওসি আসেন। ৩টে নাগাদ আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ভোর ৪ টে নাগাদ দেহ ময়না তদন্তের জন্য এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
মৃত্যুর খবর পেয়ে বিখ্যাত ডিজাইনারের ব্রড স্ট্রিটের বাড়িতে যায় কড়েয়া থানা ও লাল বাজারের পুলিশ৷ তখন শর্বরী দত্তের দেহ রাখা ছিল তাঁর বেডরুমের কার্পেটে৷ তাঁর শৌচাগারের প্রবেশ পথটি ছিল একটি নীচু৷ একটি শিঁড়ির ধাপ নেমে যেতে হত৷ সেখানেই সম্ভবত তিনি পিছলে পড়েন৷
Debopriya Dutta Majumdar
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2020 1:53 PM IST