Koel Viral video: অভিনেত্রী কোয়েলের ডাকে সাড়া দিয়ে বানিয়ে ফেলুন নিজের ভিডিও, জানুন কী বলছেন কোয়েল...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আর দেরি কেন, উত্তর দিয়ে ফেলুন প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ভাইরাল ভিডিওয়ে৷
#কলকাতা: অভিনেত্রী কোয়েল (Koel Mullick) এখন বেশ সক্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক৷ তিনি মাঝে মধ্যেই নিজের পুরনো ভিডিও বা ছবি পোস্ট করেন৷ আর তাতে লাইকের বন্যা বয়ে যায়৷ বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা বলে কথা৷ বাণিজ্যিক ছবি তো বটেই, সঙ্গে আবার ভিন্ন ধর্মী ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ তাতেই তিনি সফল৷ অর্থাৎ অভিনয়ের দাপটে তিনি অনেকের থেকেই এগিয়ে৷ এখন যদিও তিনি অন্য ভূমিকায়৷ বিয়ের পর এখন তিনি মা হয়েছেন৷ ছেলে কবীরকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন নায়িকা৷ ফলে ছবিতেও কম সময় দিচ্ছেন তিনি৷ এবার তিনি নিজের একটি ভিডিও পোস্ট করেছেন, যা বেশ পছন্দ হয়েছে সকলের৷ নিজের নামের এক একটা অক্ষরের মানে তিনি উল্লখে করেছেন৷ এবং জানতে চেয়েছেন অন্যদের নামের মানেও (Viral Video)৷
কোয়েল এক ধরণের পাখি৷ সেই পাখির নামেই নায়িকার নাম করণ হয়েছে বলে মনে করা যেতে পারে৷ ইংরেজিতে KOEL হল নায়িকার নামের বানান৷ এর এক একটি অক্ষর বা অ্যালফাবেটকে ভেঙে তার এক একটির মানে তিনি বলেছেন৷ নায়িকার মতোই K দিয়ে শুরু হচ্ছে নায়িকার ছেলের নাম, কবীর৷ O-র অর্থ অপ্টিমিস্ট, মানে যিনি সব ব্যাপারে আশাবাদী৷ E- অর্থ ইনথুইয়াস্টিক্স, মানে সদা উচ্ছ্বল এবং L- হল লাভ মানে ভালবাসা৷ এভাবে নিজের নামকে ভেঙে ভেঙে নিজের সম্বন্ধে বেশ কয়েকটি বিশেষণ বেছে নিয়েছেন অভিনেত্রী৷ এর ভাল সাড়া পেয়েছেন ভক্তদের থেকেও৷
advertisement
advertisement
advertisement
এরই পাশাপাশি তিনি অন্যদের কাছেও জানতে চেয়েছেন, তাদের নামের মানে৷ কে কোন বিশেষণ দিয়ে নিজেদের চরিত্র ব্যখ্যা করতে পারেন? তাহলে আর দেরি কেন, উত্তর দিয়ে ফেলুন প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ভাইরাল ভিডিওয়ে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 9:14 PM IST