corona virus btn
corona virus btn
Loading

কার জন্য বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে এমন মন মরা মিমি! করলেন ভিডিও পোস্ট ...

কার জন্য বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে এমন মন মরা মিমি! করলেন ভিডিও পোস্ট ...
Photo Courtesy: Instagram

কিন্তু সেই দিনেই এমন উদাস কেন মিমি?

  • Share this:

#কলকাতা: মা সরস্বতী নিষ্ঠা ভরে প্রণাম করলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী৷ সকলকে জানালেন শুভেচ্ছা৷ তার সঙ্গে তিনি লিখলেন যে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে৷ এবং এই দিনটি যেন সকলে ভাল করে কাটান৷ কিন্তু সেই দিনেই এমন উদাস কেন মিমি? তেমনই একটি ছবি তিনি পোস্ট করলেন৷

সরস্বতী পুজো হল বাঙালির ভ্যালেন্টাইন ডে৷ সরস্বতী পুজোর দিন ছাত্রীদের শাড়ি পরা মাস্ট! আর সেই ছাত্রীদের দেখেই প্রেমে পড়বেন ছাত্ররা! এর থেকেই তো প্রেমের হাতেখড়ি৷ শুরু বাঙালির ভ্যালেন্টাইন ডে৷ প্রেমের রং লাল, আর বসন্তে সেই রঙে লাগে বাসন্তীর ছোঁয়া৷ স্কুল হোক বা কলেজ, প্রেম জমে ওঠার দিনই হল সরস্বতী পুজো৷ সরস্বতী বিদ্যার দেবী৷ পড়াশুনার জন্য যেমন তাঁকে আরাধনা করা হয়, তেমনই দেবীকে শপথ রেখেই শুরু হয় প্রেমের যাত্রা৷ সেই প্রেম টিকুক বা না টিকুক, স্মৃতি তো মধুর থাকে৷

মিমিও সেই কথাই বললেন৷ কিন্তু সেই মিমিই একা! এমন দিনেও৷ নিজের এই ছবি পোস্ট করলেন তিনি৷ সেখানে তার চোখে মুখে যেন ফুটে উঠল একাকিত্বের ছোঁয়া৷ এর মাধ্যমে কী কিছু বলতে চাইলেন তিনি? এর আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম নিয়ে অনেক জলঘোলা হয়েছিল৷ রাজের বিয়েও হয়ে গিয়েছে শুভশ্রীর সঙ্গে৷ মিমির জীবনেও নতুন দায়িত্ব এসেছে৷ তিনি সাংসদ হয়েছেন৷ কিন্তু এখনও মিমির জীবনে কোনও পুরুষের আর্বিভাব ঘটেনি৷ তিনি সিঙ্গল! তাতেই কী মন খারাপ নায়িকার? তাই বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে এমন ছবি পোস্ট মিমির?

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty) on

Published by: Pooja Basu
First published: January 29, 2020, 8:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर