Ditipriya Roy: বয়েজ কাট চুলে এ বার ওয়েবে আসছেন রানিমা! দেখা যাবে ‘তানসেনের তানপুরা’য়

Last Updated:

‘হইচই’-এর তুমুল জনপ্রিয় সঙ্গীত নির্ভর ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র (Tansener Tanpura) তৃতীয় সিজনে থাকছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy) ।

#কলকাতা: এ বার নিজের এত বছরের ইমেজকে ভেঙেচুরে টুকরো টুকরো করে দেওয়ার পালা । গত চার বছর ধরে তিনিই হয়ে উঠেছিলেন সকলের প্রিয় ‘রানিমা’, রানি রাসমণী (Korunamoyee Rani Rashmoni) । কখনও আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কখনও আবার ধবধবে সাদা থান, গলায় কণ্ঠী । অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের এই লুক সম্বন্ধে কমবেশি সমস্ত বাঙালি দর্শকরাই পরিচিত । কিন্তু এ বার নিজের খোলস ভাঙলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy) । সম্পূর্ণ ভিন্নি লুকে এই প্রথম বার তিনি পা রাখতে চলেছেন ওয়েবের দুনিয়ায় ।
‘হইচই’-এর তুমুল জনপ্রিয় সঙ্গীত নির্ভর ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা (Tansener Tanpura)-র তৃতীয় সিজনে থাকছেন দিতিপ্রিয়া । সেখানে তাঁর চরিত্রটির নাম হয়েছে ‘সাজ’ । এই চরিত্রে একেবারে নিজের স্বাভাবিক লুকেই ধরা দেবেন দিতিপ্রিয়া । বয়েজ কাট চুল, ওয়েস্টার্ন পোশাক, স্মার্ট, স্বপ্রতিভ তরুণী ।
কেমন লাগছে বিগত চার বছরের রানিমা’র ইমেজ ভেঙে নতুন চরিত্রে অভিনয় করে? উত্তর দিলেন দিতিপ্রিয়া স্বয়ং । নিউজ ১৮ বাংলার তরফে তাঁকে মুঠোফোনে ধরতেই তাঁর স্বাভাবিক উচ্ছ্বাস মেশানো কণ্ঠস্বর ভেসে এল অপর প্রান্ত থেকে । বললেন, ‘‘খুব খুব এক্সাইটেড আমি । বহু দিন পর একদম আমার বয়সী, আমার লুকে, নিজের খুব ভাললাগার একটা চরিত্র পেয়েছি । আর এটা আমার প্রথম ওয়েব সিরিজ । আলাদা ভাললাগা তো আছেই । তার উপর সিরিজের নাম যখন ‘তানসেনের তানপুরা’, তখন অতিরিক্ত একটা উত্তেজনা তো হবেই । এর আগের দু’টো সিরিজই দারুণ জনপ্রিয় । তৃতীয় সিরিজের সঙ্গে আগের গল্পের অনেক মিল আছে । তবে এটা স্বতন্ত্র গল্প । এখানে নিজের লুকেই আমাকে দেখতে পাবেন দর্শকরা ।’’
advertisement
advertisement
advertisement
সম্ভবত নতুন এই সিরিজের নাম 'রুদ্রবীণার অভিশাপ' । তবে এখনও কিছু ফাইনাল হয়নি । দিতিপ্রিয়া জানালেন, তাঁদের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে । কিন্তু কবে এটি মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি । এই সিরিজেও রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় আর রূপসা চট্টোপাধ্যায়। সিরিজটির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ditipriya Roy: বয়েজ কাট চুলে এ বার ওয়েবে আসছেন রানিমা! দেখা যাবে ‘তানসেনের তানপুরা’য়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement