Dev Adhikari: ‘এ বার আত্মনির্ভর হোন’, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সুরেই গলা মেলালেন দেব!

Last Updated:

‘আত্মনির্ভর ভারত’-এর কথা বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় শুনেছেন দেশবাসী । বিরোধী হয়েও সেই একই সুরে গলা মেলালেন দেব-ও ।

#কলকাতা: একাধারে তিনি বড় পর্দার নায়ক, তিনি জনপ্রিয় হিরো, নাচে-গানে-অ্যাকশনে বক্স অফিসে ঝড় তোলেন, আবার তিনিই মানুষের হয়ে কথা বলেন, তিনি সাংসদ, রাজনৈতিক ব্যক্তি, সর্বপরি একজন বড় মনের মানুষ । তাঁকে কে না চেনে, ঘাটালের তৃণমূল সাংসদ, টলিউডের নায়ক দেব (Dev), পুরো নাম দীপক অধিকারী ।
সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ । মহামারী আছড়ে পড়েছে আমাদের রাজ্যেও । তার মধ্যে এ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । এহেন অবস্থায় করোনা মহামারী নিয়ে মানুষকে বারংবার সচেতন করে চলেছেন দেব । সকলকে সমানে সাবধান করছেন, নিজেদের খেয়াল রাখতে বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন । টলিউডেও থাবা বসিয়েছে করোনা । করোনার দ্বিতীয় ধাক্কায় জিৎ, শুভশ্রী থেকে শুরু করে কৌশিক সেন, রেশমী সেন’রা করোনায় আক্রান্ত । সোশ্যাল মিডিয়ায় জিতের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে লিখেছিলেন, ‘‘মাত্র একটা ফোন করলের দূরত্বে আছি । দ্রুত সেরে ওঠ ফাইটার ।’’
advertisement
জনসভার মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক চাপান উতোরের পথে না হেঁটে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (dev) মন দিয়েছেন মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্ট্যানসিং-এর পাঠ পড়ানোর কাজে। অনুরোধ করেছেন স্থানীয় প্রশাসনগুলিকে, যাতে তারাও মানুষকে বোঝাতে সচেষ্ট হন, 'জনসভায় হাজির হওয়ার চেয়ে ঘরে বসে থাকায় এই মুহূর্তে বেশি কাজের'। রাজনীতিবিদদের চেনা ছকে পা দেননি তিনি। এবার সোশ্যাল মিডিয়া বার্তাতেও তারই ছাপ রেখেছেন দেব। আর তাঁর সেই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
advertisement
করোনা আবহে সকলকে সাবধান করতে গিয়ে তৃণমূল সাংসদ এ দিন লেখেন, ‘‘আমার সমস্ত রাজনৈতিক প্রচারসভা বাতিল করছি । সকলে সাবধানে থাকুন । বাইরে বেরলে মাস্ক পরুন । অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বরবেন না, যদি না আপনি রাজনৈতিক নেতা হন (আপনি জানেন কেন এ কথা বললাম) । এটাই আমাদের ‘আত্মনির্ভর’ হওয়ার সেরা সময় (এটা কাউকে ব্যঙ্গ করছি না, এটাই এখন কঠিন বাস্তব) । নিজের জীবন নিজে বাঁচান ।’’
advertisement
advertisement
প্রসঙ্গত ‘আত্মনির্ভর ভারত’-এর কথা বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় শুনেছেন দেশবাসী । বিরোধী পক্ষ তা নিয়ে মশকরা, রসিকতা করতেও ছাড়ে না । কিন্তু বিরোধী দলের অন্যতম জনপ্রিয় নেতা হয়েও দেবের গলায় শোনা গেল সেই ‘আত্মনির্ভর ভারত’-এর কথাই । যদিও তা সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে । এ দিনও তাঁর সোশ্যাল বার্তায় আগের দিনের মতোই রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যবহার ও আচরণকে খোঁচা দিতে দেখা গেল । দিন কয়েক আগেইএকটি ট্যুইট বার্তায় দেব লিখেছিলেন, ‘‘করোনা পরিস্থিতির কথা মাথায় রাখুন, অকারণে বাইরে যাবেন না। আর গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অবশ্য যদি আপনি কোন রাজনৈতিক নেতা না হয়ে থাকেন(আমাদের দেশে রাজনৈতিক নেতারাই একমাত্র নিজের ইচ্ছেমত নিয়ম ভাঙতে ও গড়তে পারে)।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev Adhikari: ‘এ বার আত্মনির্ভর হোন’, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সুরেই গলা মেলালেন দেব!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement