Adrit Roy|| 'দিদিয়া' কৌশাম্বীর সঙ্গে প্রেমে শিলমোহর? ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট! কী লিখলেন উচ্ছেবাবু?

Last Updated:

Adrit Roy shares a cryptic post for Kaushambi Chakraborty: 'মিঠাই'-এ কাজ করার সময়ই সম্পর্ক ভাঙে সুপ্রিয়া মণ্ডল এবং আদৃতের। প্রায় দশ বছরের সম্পর্ক ছিল আদৃত-সুপ্রিয়ার। শোনা যাচ্ছে, তারপর থেকেই সেটে নাকি জমিয়ে প্রেম করছেন তাঁরা।

#কলকাতা: 'দিদিয়া' কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন অভিনেতা আদৃত রায়? শুক্রবার ফেসবুকে ছবি শেয়ার করেন অভিনেতা, তার সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। তাতেই নেটিজেনরা মনে করছেন নিজেদের সম্পর্কে একপ্রকার শিলমোহর দিলেন আদৃত। বেশ কয়েকদিন ধরেই আদৃত রায় ও মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের 'দিদিয়া' অর্থাৎ কৌশাম্বি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে, একে অপরকে নাকি ডেট করছেন আদৃত-কৌশাম্বী?
কী লিখেছেন আদৃত রায়? 'দিদিয়া'র ছবি শেয়ার করে সিদ্ধার্থ মোদক লিখেছেন, 'Only two people who don’t comment or poke their nose into other people’s lives .. logo ka kaam hain kehna ..hamaara kaam hain bindaas rehna ! With my best friend !', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়,  ‘দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সব কিছুতে নাক গলায় না। মানুষের কাজ বলা, আর আমাদের দুই প্রিয় বন্ধুর কাজ বিন্দাস থাকা।’
advertisement
advertisement
প্রসঙ্গত, 'মিঠাই'-এ কাজ করার সময়ই সম্পর্ক ভাঙে সুপ্রিয়া মণ্ডল এবং আদৃতের। প্রায় দশ বছরের সম্পর্ক ছিল আদৃত-সুপ্রিয়ার। গত বছর নভেম্বর নাগাদ সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আদৃতের। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন সুপ্রিয়া। প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Adrit Roy|| 'দিদিয়া' কৌশাম্বীর সঙ্গে প্রেমে শিলমোহর? ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট! কী লিখলেন উচ্ছেবাবু?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement